কোহলিকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ রবি শাস্ত্রীর
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২২, বিকাল ৫:২৮ সময়
ছবি - সংগৃহীত
দীর্ঘদিন ধরে চেনা ছন্দে নেই ভিরাট কোহলি, রান পেলেও চলছে ব্যাটে সেঞ্চুরি খরা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে হুট করেই টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি, সব মিলিয়ে সময়টা ভালো কাটছে না ভারতের সদ্য সাবেক হওয়া হওয়া ভারতীয় এই অধিনায়ক।
ভারতীয় ক্রিকেটে কোহলি যুগের অবসান ঘটার আগে রাজত্ব করেছে রবি শাস্ত্রীর সাথে জুটি বেধে, ভারতের কোচ থাকাকালীন সময়ে দুর্দান্ত সম্পর্ক ছিল দুজনের মধ্যে। সেই রবি শাস্ত্রীর মতে, কোহলির খারাপ সময় পেরিয়ে আসতে ২/৩ মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়া উচিত, এতে করে সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবে।
পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতারের সাথে ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, “কোহলির উপর চাপ ক্রমশ বাড়ছে। মানুষ সুযোগ খুঁজছে কখন ওকে আক্রমণ করবে। আসলে কোনও ক্রিকেটার নিখুঁত হয় না। অনেককেই দেখেছি, অধিনায়কত্ব ছেড়ে ক্রিকেটে মনোনিবেশ করতে।”
পূর্ববর্তী অধিনায়কদের উদাহরণ দিয়ে শাস্ত্রী আরও বলেন, “সুনিল গাভাস্কার, শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি রয়েছে এই তালিকায়। ধোনি ৯০টি টেস্ট খেলেছে, আরও ১০-১৫টি অনায়াসে খেলতে পারতো। কিন্তু ও অবসর নিল।”
কোহলি সাময়িক ক্রিকেট থেকে বিরতি নিলে এখনও অনেক কিছু করতে পারবে বলেই মনে করেন রবি শাস্ত্রী, “কোহলীকে বুঝতে হবে, ওর ৩৩ বছর বয়স হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু এখনও পাঁচ বছর ক্রিকেট ওর মধ্যে বাকি রয়েছে। যদি শান্ত থাকতে পারে, নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে পারে, ম্যাচ ধরে ধরে এগোতে পারে এবং ক্রিকেট খেলাটা থেকে কিছুটা বিরতি নিতে পারে, তা হলে এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে ওর।”
ভারতের সাবেক এই কোচ আরও বলেন, “আমার মনে হয়, ও যদি দু’-তিন মাস ক্রিকেট থেকে বিরতি নেয়, যদি একটা সিরিজ না খেলে, তা হলেই অনেক উন্নতি করতে পারবে।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.