গত ৪ ডিসেম্বর স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। সে সময় ছয় সপ্তাহের পর্যবেক্ষণে থাকার কথা জানালেও উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন তপু। মঙ্গলবার সকাল ৮টায় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন দেশ সেরা এই ডিফেন্ডার।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের মধ্যে বুটের স্পাইক আটকে গিয়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পান তপু। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। এখন চিকিৎসকের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য মুম্বাই যেতে হচ্ছে তাঁকে। বর্তমানে অনুশীলন না করলেও জিম করেই সময় কাটান তপু বর্মণ।
ভারতের মুম্বাইয়ে যাওয়ার ব্যাপারে ডেইলিস্পোর্টসবিডিকে তপু বলেন, "গতকাল ভিসা হাতে পেয়েছি। মঙ্গলবার সকালে রওনা হব। ২১ জানুয়ারি মুম্বাইয়ের এক চিকিৎসককে দেখাবো। এরপর সেখানে কত দিন থাকবো সেটা চিকিৎসকের উপর নির্ভর করছে।"
২০২১-২২ মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলেছেন তপু বর্মণ। স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে পুরো ৯০ মিনিট খেললেও দ্বিতীয় ম্যাচের ৭০ মিনিটেই ইঞ্জুরিতে পড়েন তপু। এরপর থেকে আছেন মাঠের বাইরে। তপুর ইঞ্জুরিতে বেশ ভুগতে হচ্ছে বসুন্ধরা কিংসকে। স্বাধীনতা কাপের ফাইনালে উঠলেও আবাহনীর কাছে হেরে যায় তার দল। তাই কিংস সমর্থকদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক তপু বর্মণ।
তপু বর্মণের আগে গত বছর ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন জাতীল দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.