জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢুকতে না দেওয়ায় ‘খারাপ লাগছে’ নাদালের
নিউজ ডেস্ক
৬ জানুয়ারী ২০২২, বিকাল ৭:৫৯ সময়
ছবিঃ টুইটার
বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। তর্কসাপেক্ষ টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড়। গত তিনবারের চ্যাম্পিয়ন তো বটেই, অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়নও তিনি। বছরের প্রথম গ্রান্ডস্ল্যামের সবচেয়ে সফল খেলোয়াড়, তবে তারই এবার অস্ট্রেলিয়ান ওপেন খেলা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।
না। চোটে কিংবা বিশ্রামের জন্য নয়; কোভিড-১৯ টিকা গ্রহণের উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিশ্ব এক নম্বর বাছাই নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সার্বিয়ান এ তারকাকে মেলবোর্ন শহরের বিমানবন্দরে পৌঁছার মাত্র কয়েক ঘণ্টা পরই দেশটিতে প্রবেশের নিয়মের ব্যত্যয়ের কথা বলে বর্ডার ফোর্স জানায়, তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হবে না।
[caption id="attachment_61486" align="aligncenter" width="1125"] ছবিঃ টুইটার[/caption]
এই ঘোষণার পর নোভাক জোকোভিচকে একটি সরকারি হোটেলে নেওয়া হয়েছে এবং বহির্গামী ফ্লাইটের জন্য অপেক্ষা করা হচ্ছে। ওই হোটেলটি সরকারি বন্দিশালা হিসেবে ব্যবহার করা হয়।
বর্ডার ফোর্স জানিয়েছে যে, অস্ট্রেলিয়ায় প্রবেশে যথোপযুক্ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন জোকোভিচ। পরবর্তীতে তার ভিসা বাতিল করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তে নতুন বছরে জোকোভিচের প্রথম গ্রান্ডস্ল্যামে অংশগ্রহণ করা অনিশ্চিয়তার মধ্যে পড়েছে।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় আলোচিত জোকোভিচক-কান্ড নিয়ে এবার মুখ খুললেন টেনিসের আরেক জীবন্ত কিংবদন্তি রাফায়েল নাদাল। আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের তিনি জানান, পুরো ঘটনায় বিশ্বের এক নম্বর টেনিস তারকার জন্য খারাপ লাগছে তার। ২০ বারের গ্রান্ডস্ল্যামজয়ী নাদাল বলেন,
“নিঃসন্দেহে যা ঘটছে তা আমার ভালো লাগছে না। একদিক থেকে তার জন্য আমার খারাপও লাগছে।”
[caption id="attachment_61487" align="aligncenter" width="1500"] ছবিঃ টুইটার[/caption]
“কিন্তু একই সময়ে, সে অনেক মাস আগে থেকেই (টুর্নামেন্টে অংশগ্রহণের) শর্তগুলো জানত, তাই নিজের সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে।"
আগামী ১৭ই জানুয়ারী শুরু হবে বছরের প্রথন গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। গেলবারের ছেলেদের এককে রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে টানা তিনিবারের মতো শিরোপা জিতেন প্রতিযোগিতার সবচেয়ে সফলতম খেলোয়াড় জোকোভিচ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.