এবারের বিপিএলে দুই ম্যাচ খেলে শতভাগ জয় তুলে চট্টগ্রামে গেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নিজেদের প্রথম ম্যাচে সিলেটের ৯৬ রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা হওয়ার উপক্রম হয়েছিল দলটির। দ্বিতীয় ম্যাচে তাই একাদশে পরিবর্তন আনে কুমিল্লা, সুযোগ পান তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়।
সুযোগ পেয়েই সেটাকে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন জয়, ফরচুন বরিশালের বিপক্ষে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলে একাদশে নিজের জায়গাটার দাবী জোরালো করেছেন বাঁহাতি এই ব্যাটার। ইনিংসটি খুব কাছ থেকে দেখেছেন কুমিল্লার ব্যাটিং পরামর্শক স্টিভ রোডস, জয়ের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতই দেখতে পাচ্ছেন টাইগারদের সাবেক এই হেড কোচ।
স্টিভ রোডস বলেন, “জয়ের মধ্যে একটা ধীরস্থির ব্যাপার আছে, সে শান্ত থাকে। তাকে খুব একটা অস্থির কখনই মনে হয় না। মাত্রই তার আন্তর্জাতিক ক্রিকেটে ও বিপিএলে ক্যারিয়ারের শুরু, ভবিষ্যতের জন্য সে উজ্জ্বল সম্ভাবনাময় একজন। দারুণ স্ট্রোকমেকার, স্লগ না করেও ভালো গতিতে রান তুলতে পারে সে।”
নিউজিল্যান্ডের বিপক্ষে বৈরি কন্ডিশনে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার, কাইল জেমিসনদের সামলে প্রায় ৫ ঘন্টার ব্যাটিংয়ে ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। যে ইনিংসটা ব্যাটার হিসেবে জয়কে আলাদা একটা ভিত্তি দিয়েছে, মান সম্পন্ন পেস বোলিংয়ের বিপক্ষে খেলা ইনিংস দিয়ে নিজেও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন জয়।
সেই ইনিংসের উদাহরণ দিয়ে রোডস বলেন, “সে (জয়) নিজের আলাদা বিশেষত্ব ফুটিয়ে তুলতে পেরেছে। নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচে দারুণ বোলিং আক্রমণের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলে সে দলের জয়ের ভিত গড়ে তুলতে সহায়তা করেছে, খুব ভালো ক্রিকেটার হওয়ার উপযুক্ত উপকরণ তার আছে।”
নিউজিল্যান্ডে টেস্ট খেলে এসেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচে সুযোগ হয়নি একাদশে। নিউজিল্যান্ডের গতিময় উইকেটে খেলে এসে মিরপুরের মন্থর উইকেটে মানিয়ে নেওয়া যে কোন ব্যাটারের জন্যই একটু কঠিন, তবে সেই কঠিন কাজটা সহজেই করে ফেলেছেন মাহমুদুল হাসান জয়।
জয়ের এমন মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখে অবাক স্টিভ রোডসও, “আজকে সে কিছু মানুষকে চমকে দিয়েছে। অনেক সময়ই এরকম হয়, তরুণ ক্রিকেটাররা বিস্ময় উপহার দেয়, দলে এসেই ভালো করে। আজকে এরকম কিছুই করেছে সে, ইনিংসটি দারুণ ছিল।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.