টি-টোয়েন্টিতেও অধিনায়ক হলেন নিগার, বাদ পড়লেন জাহানারা
নিউজ ডেস্ক
৭ জানুয়ারী ২০২২, বিকাল ৫:২৪ সময়
জোত্যি এবং জাহানারা (ছবিঃ ইন্টারনেট থেকে সম্পাদিত)
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব পেলেন কিপার-ব্যাটার নিগার সুলতানা জোত্যি। মালয়েশিয়ায় হতে যাওয়া কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের জন্য শুক্রবার নিগারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফলে সালমা খাতুন, জাহানারা আলম এবং রুমানা আহমেদের পর মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে টাইগ্রেসদের নেতৃত্ব দিতে চলেছেন নিগার সুলতানা জোত্যি।
তবে বড় চমক হিসেবে ১৫ সদস্যের সেই দলে জায়গা হয়নি বাংলাদেশের নারী ক্রিকেটের পোস্টার গার্ল জাহানারা আলমের। তার সাথে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ অফস্পিনার খাদিজা-তুল কুবরাও। অবশ্য নুজহাত তাসনিয়ার সাথে এই দুই তারকাই আছে অপেক্ষান ক্রিকেটারের তালিকায়।
কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে অংশ নিতে আগামী শনিবার কুয়ালালামপুরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারপর সেখানে পৌঁছে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে আগামী ১৭ জানুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।
[caption id="attachment_10419" align="aligncenter" width="647"] বাংলাদেশ নারী ক্রিকেট দল (ছবি - ইন্টারনেট)[/caption]
তারপরের দিনই বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ জানুয়ারি মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড এবং ২৪ জানুয়ারি শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল। উল্লেখ্য, বাছাইয়ের প্রতিটি ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে বিবেচিত হবে।