টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়ানডে থেকে স্বেচ্ছা বিরতিতে নাভিন
নিউজ ডেস্ক
৭ জানুয়ারী ২০২২, রাত ৩:৭ সময়
ছবি - সংগৃহীত
গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল, ক্রিকেটের নব শক্তি হিসেবে নিজেদের প্রমাণে বৈশ্বিক টুর্নামেন্ট গুলোতে ভালো করার বিকল্প নেই। আফগানিস্তানকে বৈশ্বিক টুর্নামেন্ট জেতানোর লক্ষ্যের কথা অনেকবারই জানিয়েছেন রশিদ খানরা।
এবছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর, সেই আসরের জন্য নিজেকে প্রস্তত করার জন্য ওয়ানডে ফর্মেট থেকে স্বেচ্ছা বিরতিতে যাচ্ছেন আফগান তরুণ পেসার নাভিন উল হক। বিষয়টি আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও (এসিবি) জানিয়েছেন ডানহাতি এই পেসার।
আগামী মাসেই ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান, সেই সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ গুলো খেললেও ওয়ানডেতে খেলবেন না নাভিন উল হক। পরের মাসে ভারত সফরের ওয়ানডে সিরিজেও নাভিনকে পাবে না আফগানিস্তান, ধারণা করা হচ্ছে এবছর আর ওয়ানডেতে মাঠে নামবেন না তিনি।
টেস্টে এখনো সুযোগ হয়নি, ওয়ানডে থেকে সাময়িক বিরতিতে গেলেও আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি চালিয়ে যাবেন ২২ বছর বয়সী এই পেসার। পাশাপাশি খেলবেন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ গুলোও, আসন্ন বিপিএলে খেলবেন খুলনা টাইগার্সের হয়ে।
২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নাভিন উল হকের, টি-টোয়েন্টিতেও বাংলাদেশের বিপক্ষে অভিষেক ২০১৯ সালে। যদিও ওয়ানডেতে নিয়মিত ছিলেন না নাভিন, এখন পর্যন্ত এই ফর্মেটে খেলেছেন ৭ ম্যাচ, নিয়েছেন ১৪ উইকেট। আফগানদের ১৩ টি-টোয়েন্টি খেলা এই পেসার পেয়েছেন ১৮ উইকেট।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.