টেস্টে মনোযোগ দিতে আইপিএলে না খেলার সিদ্ধান্ত স্টোকসের
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২২, রাত ২:৫২ সময়
ছবি - সংগৃহীত
আগামী ২রা এপ্রিল থেকে শুরু হতে পারে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। টাকার ঝনঝনানি, গ্ল্যামার্সের পাশাপাশি সহজেই তারকা বনে যাওয়ার এই টুর্নামেন্টে খেলা যে কোন ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতোই।
যে কারণে আইপিএলকে সর্বোচ্চ প্রাধান্যই দিয়ে থাকেন অধিকাংশ ক্রিকেটার। ধীরে ধীরে টেস্ট ক্রিকেটের চাহিদা কমে যাচ্ছে, দ্রুতই বেড়ে যাচ্ছে টি-টোয়েন্টির প্রভাব। তবে এখনো কিছু কিছু ক্রিকেটারের কাছে টি-টোয়েন্টির চেয়ে টেস্টই আগে, তারই প্রমাণ রেখে যাচ্ছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে জেমস অ্যান্ডারসন, অ্যালিস্টার কুক, স্টুয়ার্ট ব্রডরা কখনো আইপিএলে খেলার আগ্রহ দেখাননি, টাকা কিংবা গ্ল্যামার্স কিছুই তাদের টানতে পারেনি। কুকদের পথেই হেঁটেছেন জো রুটও, এখন পর্যন্ত আইপিএলে তাকে দেখা যায়নি, এবারের আসরের নিলামে নাম দেওয়ার চিন্তাভাবনা করলেও দলের বাজে অবস্থায় সেটা থেকে সরে এসেছেন তিনি।
এবার রুটের পথে হাঁটতে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও, টেস্ট ক্রিকেটে আরও মনোযোগ দিতে আসন্ন আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগামী মাসে হতে যাওয়া আইপিএলের মেগা অকশন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টোকস, ফলে আইপিএলের পরবর্তী আসরে দেখা যাবে না তাকে।
আইপিএলের সর্বশেষ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন বেন স্টোকস, যদিও এক সময়ের সবচেয়ে দামী এই ক্রিকেটার ইঞ্জুরির কারণে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে খেলতে পারেননি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ বছর ভালো কাটেনি স্টোকসের, এর মধ্যে বাবাকেও হারিয়েছেন তিনি। সব মিলিয়ে মানসিক ভাবে চাঙা থাকতেই ও দেশের ক্রিকেটকে আরও বেশিকিছু দিতেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত তার।
আইপিএলের ১৫ তম আসরে অংশ নেবে ১০ টি দল, টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএলের খেলা। সূচি চূড়ান্ত না হলেও পরবর্তী আইপিএল শুরুর সম্ভাব্য দিনক্ষণ ঠিক করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), আগামী বছরের ২ এপ্রিল থেকে মাঠে গড়াতে পারে খেলা, ৪ কিংবা ৫ জুন অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্টের ফাইনাল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.