গত বছর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়ে আলোচনার জন্ম দেওয়া কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। এবার নিজে থেকেই টেস্টের অধিনায়কত্ব থেকেও সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন কোহলি, এর মধ্য দিয়ে ইতি ঘটলো ভারতীয় অধিনায়ক হিসেবে কোহলি যুগের।
ভিরাট কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ উত্তপ্ত ভারতীয় ক্রিকেটাঙ্গন, এর মধ্যেই টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন কোহলি।
মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়া সফরে হুট করে অবসরের ঘোষণা দেওয়ার পর ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ভিরাট কোহলি, এরপর থেকে টেস্ট অধিনায়ক হিসেবে সফল ভাবেই দায়িত্ব পালন করছিলেন তিনি।
অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে টুইট বার্তায় ভিরাট কোহলি বলেন, “দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ৭ বছর কঠোর পরিশ্রম ও নিরলসভাবে অধ্যবসায় করেছি। আমি সম্পূর্ণ সততার সাথে কাজটি করেছি, সেখানে কিছুই বাদ রাখিনি। প্রতিটি ব্যাপারেই কোন না কোন পর্যায়ে থামতেই হবে, ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য এটাই সত্য।”
নিজের সেরাটা দিতে না পারলে অধিনায়কত্ব সঠিক জায়গা নয় উল্লেখ করে কোহলি বলেন, “যাত্রাপথে অনেক উত্থান-পতন হয়েছে, কিন্তু কখনোই চেষ্টার অভাব বা বিশ্বাসের অভাব হয়নি। আমি সবসময় আমার সবকিছুতে আমার ১২০ শতাংশ দিতে পছন্দ করি। বিশ্বাস করুন, যদি আমি তা করতে না পারি, আমি জানি সেটা সঠিক জিনিস নয়। আমার হৃদয়ে সম্পূর্ণ স্বচ্ছতা আছে এবং আমি আমার দলের প্রতি অসৎ হতে পারি না।”
ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে কোহলি বলেন, “আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত দীর্ঘ সময়ের জন্য আমার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ আরও গুরুত্বপূর্ণ ভাবে সেই সমস্ত সতীর্থদের যারা প্রথম দিন থেকেই দলের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে গেছেন এবং কখনো কোন পরিস্থিতিতে হাল ছাড়েননি।”
তিনি আরও বলেন, “আপনারা এই যাত্রাটিকে অনেক স্মরণীয় এবং সুন্দর করে তুলেছেন। রবি ভাই এবং সাপোর্ট স্টাফ আছে যারা এই যাত্রার পেছনের ইঞ্জিন ছিলেন, যা আমাদেরকে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে উপরের দিকে নিয়ে গেছে, আপনারা সবাই এই দৃষ্টিভঙ্গিকে প্রাণবন্ত করতে ব্যাপক ভূমিকা রেখেছেন।”
মহেন্দ্র সিং ধোনিকেও ধন্যবাদ জানিয়েছেন কোহলি, “পরিশেষে, এমএস ধোনিকে অনেক ধন্যবাদ যিনি আমাকে একজন অধিনায়ক হিসাবে বিশ্বাস করেছিলেন এবং আমাকে একজন সক্ষম ব্যক্তি হিসাবে দেখেছিলেন যে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে।”
https://twitter.com/imVkohli/status/1482340422987169794?t=GctZstAA23QISiJ7xs3KYA&s=19
টেস্ট অধিনায়ক হিসেবে ভিরাট কোহলি বেশ সফলই বলা যায়, কারণ তিনি ভারতীয় ক্রিকেট দলকে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠিয়েছিলেন ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন। তিনি ভারতকে মোট ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যেখানে জয় পেয়েছেন ৪০ ম্যাচে, যা ভারতীয় অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.