ট্রফি ধরে রাখার মিশনে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
নিউজ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২২, দুপুর ১:৫০ সময়
ছবি - আইসিসি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, ট্রফি ধরে রাখার মিশনে আজ থেকে শুরু হয়েছে যুবা টাইগারদের এবারের বিশ্বকাপ। সে লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে রাকিবুল হাসানদের প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল, ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে মাহফিজুলরা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান, যদিও ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগার যুবাদের।
ইংলিশ দুই পেসারের দারুণ বোলিংয়ে রান তুলতে হাসফাস করতে থাকে দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও আরিফুল ইসলাম, প্রথম ওভারে ২ রান তুলতে পারলেও পরের দুই ওভারেই মেইডেন তারা। সেই চাপেই জশোয়া বয়ডেনের বলে আলেক্স হারটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মাহফিজুল, তার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩ রান।
সুবিধা করতে পারেননি আরেক ওপেনার আরিফুল ইসলামও, বয়ডেনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৬ বল খেলে করেন ৪ রান। তিনে নামা নওরোজ নাবিল প্রান্তিক ০ রান করে জেমস সেলসের বলে হারটনের তৃতীয় ক্যাচ হয়ে ফিরেন, আইচ মোল্লাহ রান আউটে কাটা পড়লে ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯ রান, আইচ মোল্লাহ ০ ও মোহাম্মদ ফাহিম ০ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের একাদশ:
মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, নওরোজ নাবিল প্রান্তিক, আইচ মোল্লাহ, মোহাম্মদ ফাহিম, আব্দুল্লাহ আল মামুন, মেহরব হাসান, আশিকুর জামান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান ও রিপন মন্ডল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.