কেপটাউন টেস্টে দুর্দান্ত লড়াই ছাপিয়ে আলোচনায় দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ডিন এলগারের লেগ-বিফোরের আউট, রিভিউ ও ডিআরএস বিতর্কের ঘটনা। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বেলায় ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১০১ রান তুলে দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা, ডিন এলগারের উইকেট তুলে নিতে পারলে দিনশেষে জয়ের পাল্লাটা ভারতের দিকেই থাকতো। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়েছিলেন এলগার, আম্পায়ার আউটও দিয়ে দেন।
খালি চোখে আউট মনে হলেও রিভিউ নেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। এরপরই বিতর্কের শুরু, রিভিউ নিয়ে বেঁচে যান এলগার। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভারতীয় দল, মাঠেই প্রতিক্রিয়া জানান ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনরা।
কোহলিদের সেই প্রতিক্রিয়ার জবাবে কটাক্ষই করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি। মাঠে এতটা আবেগ দেখানো উচিত নয় বলে জানিয়েছেন এনগিদি, তার পাশাপাশি ডিআরএসের উপরে নিজের আস্থার কথাও জানিয়ে দিয়েছেন প্রোটিয়া এই পেসার।
ভারতীয় দলের প্রতিক্রিয়া প্রসঙ্গে লুঙ্গি এনগিদি বলেন, “এমন প্রতিক্রিয়া স্পষ্টভাবেই ভারতীয় দল যে কতটা চাপে রয়েছে, তা বুঝিয়ে দেয়। ওরা পার্টনারশিপটা ভাঙতে মরিয়া ছিল এবং তা সাফ বোঝা যায়। সবাই ভিন্ন প্রতিক্রিয়া দেখালেও আমার মনে হয় মাঠের মধ্যে খুব বেশি আবেগ দেখানো একেবারেই উচিত নয়।”
এনগিদি আরও যোগ করেন, “প্রতিপক্ষ দল তো তার লাভ তোলার চেষ্টা করবেই। তবে স্পষ্টতই ভারতীয় দল কতটা আবেগপ্রবণ, তা আমরা সকলেই দেখতে পেয়েছি।”
চতুর্থ দিনে জয়ের জন্য ১১১ রান দরকার দক্ষিণ আফ্রিকার, হাতে আছে ৮ উইকেট। কেগান পিটারসেন ৪৮ ও রাসি ভ্যান ডার ডুসেন ০ রানে অপরাজিত আছেন, বিতর্কের জন্ম দেওয়া ডিন এলগারের ব্যাট থেকে এসেছে ৩০ রান।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.