তামিমের টানা দ্বিতীয় ফিফটি বৃথা করে নাসুমের ভেলকিতে জিতলো চট্টগ্রাম
নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২২, দুপুর ৩:৩৬ সময়
বিপিএলের অষ্টম আসরে ডাইরেক্ট সাইনিংয়ে সবার আগে নাসুম আহমেদকে দলে নিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এত এত তারকার ভিড়ে কেন অপেক্ষাকৃত তরুণ স্পিনারকে ধরে লাগলো ফ্যাঞ্জাইজিটি অনেকেই তুলেছিলেন প্রশ্ন। তবে চট্টগ্রামের আস্থার প্রতিদান দিয়ে সেই প্রশ্নের জবাব দিতে মোটেও সময় নেননি বাঁহাতি টাইগার স্পিনার।
শনিবার তারকাবহুল মিনিস্টার ঢাকা বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান খরচ করেছেন নাসুম আহমেদ, শিকার করেছেন আন্দ্রে রাসেল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাঈম শেখের উইকেট। টাইগার স্পিনারের এমন দুর্দান্ত বোলিং নৈপুণ্যেই মিনিস্টার ঢাকাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
https://twitter.com/ctgchallengers/status/1484910412441473024?s=20
বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৩০ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ১৩১ রানে থেমেছে ঢাকার ইনিংস।
এদিন শুরুতে ওপেনার উইল জ্যাকস, মাঝপথে সাব্বির রহমান এবং শেষে বেনি হাওয়েলের কার্যকরী ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
[caption id="attachment_63416" align="aligncenter" width="2560"] ছবি - সংগৃহীত[/caption]
যদিও মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তৃতীয় ওভারের প্রথম বলে রুবেল হোসেনের শিকার হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে দলীয় ৬ রানে ব্যক্তিগত ২ রানেই সাজঘরে ফিরেন ক্যারিবিয়ান কিপার-ব্যাটার কেনার লুইস।
তবে আরেক ওপেনার উইল জ্যাকসের মারকাটারি ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে উঠে চট্টগ্রাম, পাওয়ার প্লে'র ছয় ওভারেই স্কোরবোর্ডে তুলে ৫০ রান। তবে এরপর মাত্র ২ রানের ব্যবধানে টানা দুই ওভারে দুই সেট ব্যাটারের উইকেট হারায় বন্দর নগরীর দলটি।
যেখানে শুভগত হোমের বলে বোল্ড হয়ে ৬ চার আর ২ ছক্কায় ২৪ বলে ৪১ রান করে ইংল্যান্ডের উইল জ্যাকস এবং আরাফাত সানির শিকার হয়ে ১ ছক্কায় ১২ বলে ১২ রান করে আফিফ হোসেন ধ্রুব সাজঘরে ফিরেন।
চতুর্থ উইকেট জুটিতে সাব্বির হোসেনকে নিয়ে ৪৪ রান যোগ করেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ১০০ রানে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বলে আন্দ্রে রাসেলের দারুণ এক ক্যাচে ২৫ (২৫) রান করে আউট হন মিরাজ।
দারুণ শুরু করেছিলেন সাবেক টাইগার তারকা সাব্বির রহমান। তবে ১৬তম ওভারের প্রথম বলে রুবেল হোসেনের দারুণ এক ইয়োর্কারে বোল্ড হলে সমাপ্তি ঘটে সম্ভাবনা এক ইনিংসের। সাজঘরে ফেরার আগে ২ চার আর ২ ছক্কায় ১৭ বলে ২৯ রান করেছিলেন সাব্বির। একই ওভারের পঞ্চম বলে মাত্র ১ রান করে আউট হন শামিম হোসেন পাটোয়ারীও।
এরপর শূন্য রানে ইসরু উদানার শিকার হয়ে আউট হয়েছিলেন নাঈম ইসলামও। তবে একপ্রান্ত আগলে ছিলেন বেনি হাওয়েল, আগের ম্যাচের মতো এদিনও চার-ছক্কার ঝড় তুলে বাড়িয়েছেন রান। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে মাত্র ১৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার।
ঢাকার হয়ে চার ওভারে ২৬ রান খরচ করে ৩ উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া ইসরু উদানা, আরাফাত সানি, শুভগত হোম এবং মাহমুদউল্লাহ রিয়াদ প্রত্যেকে নেন একটি করে উইকেট।
জবাবে খেলতে নেমে তামিম ইকবালের টানা দ্বিতীয় ফিফটিতে ভালো এগুচ্ছিলো ঢাকা। কিন্তু ৫ চার আর ২ ছয়ে ৪৫ বলে ৫২ রান করে তামিম আউট হওয়ার পরে পাল্টে যায় ম্যাচের চিত্র, একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে মিনিস্টার।
ঢাকার অন্যান্য ব্যাটাররা আজ এতটাই ব্যর্থ ছিল যে, তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ (৯) রান এসেছে পেসার উদানার ব্যাট থেকে।
এদিন ঢাকাকে গুড়িয়ে দিতে ম্যাচ সেরা নাসুমের সাথে দূর্দান্ত বল করেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। প্রথম ওভারে ১৫ রান খরচ করলেও, পরবর্তী তিন ওভারে ১৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ তুর্কী।
সংক্ষিপ্ত স্কোরঃ (টস- মিনিস্টার ঢাকা)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬১/৮ (২০ ওভার); জ্যাকস ৪১, হাওয়েল ৩৭, সাব্বির ২৯ ; রুবেল ৩/২৬, মাহমুদউল্লাহ ১/১২
মিনিস্টার ঢাকা: ১৩১/১০ (১৯.৫ ওভার); তামিম ৫২, উদানা ১৬, শুভগত; শরিফুল ৪/৩৪, নাসুম ৩/৯
ফলাফলঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩০ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচঃ নাসুম আহমেদ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.