পল্টনে রোববার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির যুব বিভাগের ফাইনালে ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দল হারায় মৌলভীবাজার জেলা দলকে। ১০-৭ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে ২০১৮ সালে জেতা মুকুট ধরে রাখে তারা।
একই ভেন্যুতে মেয়েদের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নড়াইল জেলাকে ২৫-১৯ পয়েন্টে হারায় ঝিনাইদহ। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল। ফাইনালে সে হারের প্রতিশোধ নিল ঝিনাইদহের মেয়েরা।
উক্ত টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সমাপণী দিনে ফাইনাল ম্যাচ দেখতে এসে মাশরাফি জানালেন, তৃণমূল পর্যায়ে আরও বেশি কাবাডি টুর্নামেন্ট আয়োজন করা হোক।
মাশরাফি আরও বলেন, "অবশ্যই এটা দারুণ একটা উদ্যোগ, এ ধরনের ছেলে-মেয়েদের সুযোগ দেয়া এবং প্রোমোট করা দারুণ একটা উদ্যোগ। কাবাডিতে আমাদের দেশ সম্ভাবনাময়ী। এ ধরনের টুর্নামেন্টে সুযোগ পেলে খেলোয়াড়রা নিজেদের আরও প্রকাশ করতে পারবে এবং জাতীয় দল গঠনে জন্য ভাল হবে বলে মনে করি। শুধু এই লেভেলেই নয়, আয়োজকরা যদি তৃণমূল পর্যায়েও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে তবে ভাল খেলোয়াড় বের হয়ে আসবে।"
তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড় উঠে আসে তাই এইদিকে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, "খেলোয়াড় উঠে আসার জায়গাই হল তৃণমূল। আপনি দেখবেন অনেক ভাল খেলোয়াড় আছে যারা এমন প্লাটফর্ম না পেয়ে নিজেদের প্রকাশ করতে পারে না। এটাই হচ্ছে সেই প্লাটফর্ম। এখানে খেলে নিজেদের দেখাতে পারা, জাতীয় পর্যায়ে নিজেদের পারফরমেন্স তুলে ধরতে পারা।
নিজেদের আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই কিন্তু প্রক্রিয়া। আমি আশা করি বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে আছে তারা যেন (এত বড় আয়োজন না হোক) নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করে থাকে। যাতে সব খেলোয়াড় খেলার সুযোগ যেন পায়।"
ছেলেদের বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছে চট্টগ্রামের ওজুয়ান মারমা। মেয়েদের বিভাগে ঝিনাইদহের আঞ্জুমান আরা রাত্রি হয়েছেন সেরা খেলোয়াড়। সেরা রাইডার হয়েছেন মৌলভীবাজারের মোঃ যুবায়ের ও নড়াইলের ছন্দা। সেরা ডিফেন্ডারের মুকুট জিতেছেন মৌলভীবাজারের তাজউদ্দিন ও ঝিনাইদহের সুমাইয়া।
সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.