দেশের প্রথম কোনো ক্লাব হিসেবে ইতিহাস গড়ার পথে বসুন্ধরা কিংস
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২২, দুপুর ১:৫৫ সময়
ছবিঃ বাফুফে
পেশাদার ফুটবলে বসুন্ধরা কিংসের বয়স মোটে তিন বছর। আর এতেই গড়তে যাচ্ছে নতুন এক ইতিহাস। পেশাদার ফুটবল লিগে খেলা বাংলাদেশের প্রথম কোনো ক্লাব হিসেবে নিজেদের ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বসুন্ধরা কিংস। দেশের ফুটবলে যা এর আগে কখনো ঘটেনি এবং কোনো ক্লাব নিজেদের বানানো ভেন্যুতে ম্যাচ আয়োজন করেনি।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। লিগকে সামনে রেখে ইতোমধ্যে সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে পেশাদার লিগ কমিটি। এর মধ্যে অন্যতম একটি হলো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভায় বিষয়টি জানান আব্দুস সালাম মুর্শেদি। এ বিষয়ে তিনি বলেন, "এবারের লিগ সাতটি ভেন্যুতে আয়োজিত হবে। এর মধ্যে একটি হলো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। বসুন্ধরা কিংস তাদের হোম ম্যাচগুলো এখানেই খেলবে।"
[caption id="attachment_62967" align="aligncenter" width="1280"] ছবিঃ বাফুফে[/caption]
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের এই মাঠ ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত কিনা সেটা পর্যবেক্ষণ করতে গতকাল (সোমবার) বাফুফে থেকে একটি দল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তারা সবুজ সংকেত দেন যদিও স্টেডিয়ামের বেশ কিছু কাজ এখনো সম্পন্ন হয়নি। তবে বসুন্ধরা কিংস থেকে জানানো হয়েছে, দ্রুতই মাঠের বাকি কাজ সম্পন্ন করা হবে। ২৫ জানুয়ারি আরো একবার এই ভেন্যু পরিদর্শনে আসবে বাফুফের একটি দল।
মাঠটি বসুন্ধরা আবাসিক এলাকায় হওয়ায় সাধারণ দর্শকদের যাওয়া-আসার ব্যাপার নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে খেলা দেখতে যাওয়া দর্শকদের কোনো রকম সমস্যা হবে না বলে জানান বসুন্ধরা কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক। এ বিষয়ে তিনি বলেন, "দর্শকদের যাতায়াতের জন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মীরা আটকালে শুধু ফুটবল ফ্যান হিসেবে পরিচয় দিলেই চলবে। সেসব বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া থাকবে।"
[caption id="attachment_61987" align="aligncenter" width="960"] সংস্কার কাজ চলমান থাকা অবস্থার ছবি। ছবিঃ সংগৃহীত[/caption]
লিগ শুরুর প্রথম দিনেই এই ভেন্যুতে মাঠে গড়াবে ম্যাচ। দেশের প্রথম কোনো ক্লাব হিসেবে নিজেদের ভেন্যুতে হোম ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে রচিত হবে নতুন এক ইতিহাস। দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব যা পারেনি তাই করে দেখালো বসুন্ধরা কিংস।
এবারের লিগ আয়োজিত হবে সব মিলিয়ে সাতটি ভেন্যুতে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ছাড়া বাকি ছয়টি ভেন্যু হলোঃ
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সিগঞ্জ।
সিলেট জেলা স্টেডিয়াম।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী।
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ।
আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, টঙ্গী
তবে, কুমিল্লায় ক্রিকেট পিচ থাকায় লিগের প্রথম রাউন্ডের ম্যাচ আয়োজিত হবে না সেখানে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.