ভিরাট কোহলি ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন কয়েকদিন পেরিয়ে গেছে, তবে থেমে নেই তার নেতৃত্ব ছাড়া নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা। টি-টোয়েন্টির নেতৃত্ব স্বেচ্ছায় ছাড়ার পর কোহলিকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই, টেস্টেই একমাত্র অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।
কোহলির নেতৃত্ব ছাড়ার ঘটনায় কেউ বিস্মিত, আবার কেউ কেউ অভিমান খুঁজে পাচ্ছেন, কেউ বা কঠিন হলেও সিদ্ধান্তটাকে সঠিক হিসেবেই দেখছেন। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি শেষের দলে, তার মতে কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটি সঠিক।
শহিদ আফ্রিদির ধারণা, কোহলি এমন একটা পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেটা প্রতিটা ক্রিকেটারকেই অতিক্রম করতে হয়। পাকিস্তানি এই অলরাউন্ডারের বিশ্বাস করেন যে, নেতৃত্ব ছেড়ে দিয়ে তার ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার সময় এসে গেছে কোহলির। চাপ মুক্ত হয়ে কোহলি তার ব্যাটিংকে আরও উন্নত করতে পারবেন বলেই মনে করেন আফ্রিদি।
ভিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে পাকিস্তানি টেলিভিশন ‘সামা টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে শহিদ আফ্রিদি বলেন, “আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত। ভিরাট অনেক ক্রিকেট খেলেছে এবং দলকে ভালো নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি, এটাই সঠিক সিদ্ধান্ত।”
প্রতিটি ক্রিকেটারের ক্যারিয়ারেই এমন সময় আসে উল্লেখ করে আফ্রিদি বলেন, “সকলের ক্যারিয়ারে এমন একটি পর্যায় আসে যখন আপনি চাপ সামলাতে সক্ষম হন না, এই কারণেই আপনার নিজের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে। আমি মনে করি, তিনি দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন। ব্যাটার হিসেবে তার ব্যাটিং উপভোগ করার সময় এসেছে।”
টেস্ট অধিনায়ক হিসেবে ভিরাট কোহলি বেশ সফলই বলা যায়, কারণ তিনি ভারতীয় ক্রিকেট দলকে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠিয়েছিলেন ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন। তিনি ভারতকে মোট ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যেখানে জয় পেয়েছেন ৪০ ম্যাচে, যা ভারতীয় অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.