পাকিস্তানে আসছেন না স্যামি, বাধ্য হয়ে কোচ পাল্টালো জালমি
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২২, দুপুর ১০:২২ সময়
ড্যারেন স্যামি এবং জেমস ফস্টার (ছবিঃ পিএএসএল)
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে গতবারের রানার্সআপ পেশোয়ার জালমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। তবে পিএসএলের এবারের আসরে পাকিস্তানে আসছেন না ক্যারিবিয়ান তারকা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএলের সপ্তম আসর থেকে সরে দাঁড়িয়েছেন ড্যারেন স্যামি। তাই তো বাধ্য হয়েই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নতুন আসরের জন্য নতুন করে ফের কোচ নিয়োগ দিয়েছে পেশোয়ার জালমি।
সপ্তম আসরে পেশোয়ার জালমির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার জেমস ফস্টার। ইতোমধ্যেই করাচিতে পৌঁছেছেন তিনি এবং দলের সাথে বায়ো-বাবলেও যোগ দিয়েছেন ফস্টার।
উল্লেখ্য, অধিনায়ক হিসেবে পেশোয়ার জালমিকে সেরা সাফল্য এনে দিয়েছিলেন ড্যারেন স্যামিই। ২০১৭ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো এবং নিজেদের একমাত্র পিএসএল শিরোপা জিতেছিল ফ্যাঞ্জাইজিটি।
[caption id="attachment_22964" align="alignnone" width="800"] ড্যারেন স্যামি (ছবিঃ উইজডেন)[/caption]
তাই তো দ্বিতীয় শিরোপার খোঁজে খেলোয়াড় হিসেবে দূর্দান্ত সাফল্য এনে দেওয়া ড্যারেন স্যামিকেই এবার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছিল পেশোয়ার জালমি৷ তবে, শেষ পর্যন্ত সপ্তম আসরে দেখা যাবে না সদাহাস্যজ্বল ক্যারিবিয়ান অলরাউন্ডারকে।
করাচিতে আগামীকাল (২৭ জানুয়ারি) করাচি কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানন্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। আর টুর্নামেন্টের দ্বিতীয় দিন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের পিএসএল অভিযান শুরু করবে পেশোয়ার জালমি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.