গেল বছরের ১৭ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনিত সিনেমা 'পুষ্পা - দ্য রাইজ'। মুক্তির পর থেকেই আলোচনায় এই ছবি, বাজিমাত করেছে বক্স অফিসেও। টিকটক, রিল, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ট্রেন্ডিং আছে সিনেমাটি, ভাইরাল হয়েছে মুভির গান, নাচ এবং ডায়ালগ। এবার নাজমুল ইসলাম অপুর কল্যাণে বিপিএলেও দেখা মিললো 'পুষ্পা' সিনেমার এক ঝলক।
শনিবার মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সানরাইজার্স। যেখানে কুমিল্লার ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে ৪ রান করা আরিফুল হককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাজমুল ইসলাম অপু।
এরপরেই উইকেট উদ্যাপনে পুষ্পা সিনেমার নায়ক আল্লু অর্জুনের আইকনিক ভঙ্গিমা অনুকরণ করেন বরাবরই বিশেষ উদযাপনের জন্য সুপরিচিত এই বাঁহাতি স্পিনার। যা মূহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
অবশ্য, ব্লকবাস্টার সিনেমাটির উন্মাদনায় এর আগেও গা ভাসিয়েছেন ক্রিকেটাররা। যেখানে 'পুষ্পা' সিনেমার নায়ক আল্লু অর্জুনের লুকের সাথে মিলিয়ে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
[caption id="attachment_63411" align="aligncenter" width="640"] আল্লু অর্জুন (বায়ে) এবং রবীন্দ্র জাদেজা (ছবিঃ ইন্টারনেট)[/caption]
এমনকি পুষ্পা সিনেমার একটি গানের সাথে তাল মিলিয়েছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার।
এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের লো-স্কোরিং ম্যাচে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ২ উইকেটে হেরেছে সিলেট সানরাইজার্স। তবে বল হাতে বেশ উজ্জল ছিলেন নাজমুল ইসলাম অপু। যেখানে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.