মাঠের খেলায় সময়টা এমনিতেই খুব ভালো যাচ্ছে না লিওনেল মেসির। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটি হয়ে ঘরোয়া লিগে ছন্নছাড়া আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ লা লিগায় গোলের বন্যা বইয়ে দেওয়া সাতবারের এই বর্ষসেরা ফুটবলার ফরাসি লিগে ১২ ম্যাচ খেলে ফেলেছেন আর গোল করেছেন মাত্র ১টি।
চলতি মৌসুমে পিএসজি হয়ে নিজেকে হারিয়ে খোঁজার মধ্যে রোমান ক্যাথলিক সম্প্রদায়ে প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ‘আর্শীবাদ’ পেলেন লিওনেল মেসি। সম্প্রতি পোপকে জার্সি উপহার দেওয়ার পর রোমান ক্যাথলিক সম্প্রদায়ে প্রধান ধর্মগুরুও আর্জেন্টাইন মহাতারকাকে নিজ দেশের সই করা জার্সি ‘উপহার’ দিয়েছেন।
[caption id="attachment_63812" align="aligncenter" width="414"] ছবি - সংগৃহীত[/caption]
গত বছর অক্টোবরে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ কাস্তেক্সের মাধ্যমে নিজের সই করা একটি জার্সি পোপ ফ্রান্সিসকে উপহার দিয়েছিলেন মেসি। আর্জেন্টিনা মহাতারকা ধর্ম প্রচার ও বিশ্বে শান্তি স্থাপনে চেষ্টার পাশাপাশি নিয়মিত ফুটবল দেখা এ ধর্মগুরুরও ভীষণ পছন্দের ফুটবলার।
তাই, নিজের প্রিয় ফুটবলারের উপহার পেয়েই ফিরতি উপহার পাঠান পোপ ফ্রান্সিস। গতকাল (সোমবার) ভ্যাটিকান স্পোর্টস অ্যাসোসিয়েশন মেসিকে পোপের জার্সি উপহার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। হলুদ সেই রঙের জার্সিটি মেসিকে ফরাসি বিশপ এমানুয়েল গোবিলিয়ার্ডের মাধ্যমে পাঠান তিনি।
২০২৪ সালে প্যারিসে অলিম্পিক গেমস-এ, পোপ-এর প্রতিনিধিত্ব করবে গোবিলিয়ার্ড। টুইটারে তিনি জানান,
“ঈশ্বরে বিশ্বাসী মেসি আমাকে বলেন যে, এমন একটি উপহার তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা একসাথে প্রার্থনাও করি।”
অ্যাথলেটিকা ভ্যাটিকানা ফেসবুকে পাতায় জানিয়েছে, “রোমান ক্যাথলিক চার্চে প্রধান ৮৫ বছর বয়সী পোপে হাতে লেখা এই স্বাক্ষরটি সাতবার ব্যালন ডি'অর জয়ী মেসির জন্য ‘আশীর্বাদস্বরূপ'।”
https://twitter.com/le_Parisien_PSG/status/1485697641128374280?t=x5vmlrIB2OQ1tZKO5lgQDg&s=19
২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার কিছুদিন পরই লিওনেল মেসির সঙ্গে প্রথমবার দেখা হয় তার। গত বছর পোপ ছোটবেলায় কোনোমতে বানানো বল দিয়ে, রাস্তায় ফুটবল খেলার তার স্মৃতির কথা বলেন। তিনি জানান যে, তাকে ও তার ছোটবেলার বন্ধুদের আনন্দ দেয়ার জন্য সেটুকুই যথেষ্ট ছিল।
এদিকে, কোভিড পজিটিভ হয়ে মাস খানেক মাঠের বাহিরে থাকার পর গেল ম্যাচে পিএসজি দলে ৩২ দিন ফিরেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ফেরার রাতে রেঁসেকে ৪-০ গোলে উড়িয়ে দেয় মাউরিসিয়ো পোচেতিনোর দল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.