প্রথম টেস্ট, শুরুর ধাক্কা কাটিয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে কনওয়ে-ইয়ং জুটি
নিউজ ডেস্ক
১ জানুয়ারী ২০২২, রাত ১:২৭ সময়
ছবি - টুইটার/আইসিসি
মাউন্ট মুনগনুইয়ে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক, টাইগারদের হয়ে ক্রিকেটের বনেদি এই ফর্মেটে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের।
নিউজিল্যান্ডের ৪ পেসারের বিপরীতে বাংলাদেশ দলে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। পেস সহায়ক কন্ডিশন পেয়ে শুরুতে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন ও শরিফুল, তার ফলও পেয়েছেন দ্রুতই।
[caption id="attachment_60693" align="aligncenter" width="2560"] ছবি - সংগৃহীত[/caption]
চতুর্থ ওভারেই শরিফুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম, ১৪ বল খেলা ল্যাথামের ব্যাট থেকে আসে ১ রান। প্রথম স্পেলে তাসকিন ও শরিফুল কতটা দুর্দান্ত ছিলেন সেটা জানা যেতে পারে ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ১ রান।
পুরোপুরি না হলেও উইকেটে সহায়তা পেয়ে দারুণ সিম মুভমেন্ট, আঁটসাঁট লাইন-লেন্থের সাথে দুর্দান্ত নিয়ন্ত্রণে কিউইদের ব্যস্ত রাখেন টাইগার দুই পেসার। তবে শুরুর ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করে নিউজিল্যান্ড, ওপেনার উইল ইয়ংকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজে মনোযোগ দেন প্রস্তুতি ম্যাচে শূন্য হাতে ফেরা ডেভন কনওয়ে।
[caption id="attachment_60694" align="aligncenter" width="2560"] ছবি - সংগৃহীত[/caption]
২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউজিল্যান্ড, বিরতি থেকে ফিরেও অবিচল ব্যাট করে চলেছেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। প্রতিবেদন লিখা পর্যন্ত দ্বিতীয় সেশনে ব্যাট করা নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৯৪ রান, ডেভন কনওয়ে ফিফটি তুলে ৬০ ও উইল ইয়ং ৩১ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের একাদশ:
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.