ফুটবল উন্নয়নে পাকিস্তানে গেলেন লিভারপুলের সর্বকনিষ্ঠ ব্যালন ডি'অর জয়ী তারকা
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২২, দুপুর ১:২৭ সময়
ছবিঃ ইন্টারনেট
১৯৯৮ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে এক অনবদ্য গোল করে গোটা ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন মাইকেল ওয়েন। তারপর থেকে তাকে ক্যারিয়ারে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০০১ সালে লিভারপুলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতেছেন।
১৯৭৯ সালে কেভিন কিগানের ব্যালন ডি'অর জয়ের প্রায় ২২ বছর পর আবারো কোনো ইংলিশ ফুটবলার হিসেবে মর্যাদার এই পুরস্কার জিতেন। ক্যারিয়ারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছিলেন মাইকেল ওয়েন। লস ব্ল্যাংকোসদের জিদান, ফিগো, রোনালদো ও বেকহ্যামদের গড়া বিখ্যাত ‘গ্যালাকটিকোস’র সদস্য ছিলেন। লিভারপুলের হয়ে তারকাখ্যাতি পাওয়ার পরও অলরেডদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও খেলেছেন।
[caption id="attachment_63901" align="aligncenter" width="912"] ছবিঃ ইন্টারনেট[/caption]
যদিও বেশ স্বপ্নীল সূচনার পর মাইকেল ওয়েনের ক্যারিয়ার নিয়ে ছিল অনেক স্বপ্ন, অনেক আশা; কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত, সাথে দুর্ভাগ্যজনক সব ইঞ্জুরি – সব মিলিয়ে প্রত্যাশার কাছাকাছিও তিনি যেতে পারেননি তিনি। তবে, আক্ষেপকৃত ছোট ক্যারিয়ারে অসাধারণ কিছু জাদুকরী মুহূর্ত উপহার দেওয়ার জন্য ফুটবল ইতিহাসে মাইকেল ওয়েনের নাম স্বর্ণাক্ষরেই লেখা থাকবে।
ইংল্যান্ড ফুটবলের অন্যতম এই কিংবদন্তি ফুটবলার এবার পাকিস্তানের ফুটবল উন্নয়নে কাজ করবেন। গত বছর পাকিস্তানে বেসরকারি উদ্যোগে ফ্রাঞ্চাইজি ভিত্তিক সুপার লীগ আয়োজনের ঘোষণা দিয়েছিল গ্লোবাল সকার ভেঞ্চার (জিএসভি)। পাকিস্তান সুপার লীগের ‘শুভেচ্ছাদূত’ হিসেবে কাজ করার জন্য মাইকেল ওয়েনের সাথে তিন বছরের চুক্তি করে প্রতিষ্ঠানটি।
https://twitter.com/OfficialDGISPR/status/1485962897872363524?t=X60OnviVk3734WjhAxkXBg&s=19
তারই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) পাকিস্তানে এসেছেন ইংলিশ কিংবদন্তি। ক্রিকেটের মতো দক্ষিণ এশিয়ার দেশটিতে ফুটবলেরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ওয়েনের। সুপার লীগের উম্মাদনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফিফা র্যাংকিংয়ে ১৯৮-তে থাকা দেশটির ফুটবলারদের আধুনিক ফুটবলের কলাকৌশল সম্পর্কে ভালোভাবে জানানো। গ্লোবাল সকার ভেঞ্চার্সের সঙ্গে হাতে হাত মিলিয়ে পাকিস্তানে ফুটবল উন্নয়নে কাজ করে যাবেন ইংল্যান্ডের হয়ে ৮৯ ম্যাচে ৪০ গোল করা সাবেক এই স্ট্রাইকার।
পাকিস্তানে এসে ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ও সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার বৈঠক করেছেন ওয়েন। শিগগিরই প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করবেন ইংলিশ কিংবদন্তি। শুধু তা–ই নয়, করাচিতে নতুন একটি ফুটবল স্টেডিয়ামের উদ্বোধনও করবেন তিনি।
https://twitter.com/themichaelowen/status/1441378335687254022?
পাকিস্তানের ফুটবলের ভাগ্য পরিবর্তনে পাশে থাকতে পেরে উচ্ছ্বসিত মাইকেল ওয়েন। দেশটির ফুটবল যেন সম্পূর্ণ নতুন এক পর্যায়ে উন্নতি লাভ করে এমন আশা করেন একসময়ের ইংলিশ ফুটবলে সাড়া জাগানো এই খেলোয়াড়। পিএসএলের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার পর ওয়েন বলেন,
“পাকিস্তানের সবচেয়ে বড় ফুটবলীয় পরিবর্তনের পুরোভাগে থাকতে পেরে আমি গর্বিত। পাকিস্তানের ফুটবল যেন সম্পূর্ণ নতুন এক পর্যায়ে উন্নতি লাভ করতে পারে, সেদিকেই নজর থাকবে আমার।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.