গত নভেম্বরে ২০২১ সালের ফুটবলে বর্ষসেরা কোচের মনোনয়নে সাতজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। সেবার তালিকায় ছিলেন আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী লিওনেল স্কালোনি, ইতালির রবার্তো মানচিনি, ম্যান সিটির পেপ গার্দিওলা, জার্মানির বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক, টটেনহ্যাম হটস্পারের অ্যান্টানিও কন্তে ও অ্যাতলেটিকো মাদ্রিদের দিয়েগো সিনেওনি।
আগামী ১৭ জানুয়ারী ফিফা বর্ষসেরা কোচের নাম ঘোষণা করতে সাতজনে তালিকা আরও ছোট করেছে ফিফা। এবার, ফিফার বর্ষসেরা কোচের তিনজনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আজ (বৃহস্পতিবার) নিজেদের ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে সেরা তিনজনের নাম প্রকাশ করে সংস্থাটি।
[caption id="attachment_61464" align="aligncenter" width="640"] ছবিঃ ইন্টারনেট[/caption]
ফিফা বর্ষসেরা কোচের সেরা তিনের তালিকায় থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার প্রায় ২৮ বছরের আক্ষেপ ঘুচানো কোচ লিওনেল স্কালোনি। আকাশী-নীল দলের কোপাজয়ী ৪৩ বছর বয়সী এই কোচ না থাকলেও দীর্ঘ ৫৩ বছর পর ইতালিকে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ এনে দেওয়া রবার্তো মানচিনি আছেন। ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় থাকা দুইজন হলেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও চেলসির হয়ে ইউরোপজয়ী কোচ টমাস টুখেল।
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে প্রিমিয়ার লিগে রীতিমতো ধুঁকছিলো চেলসি। মৌসুমের প্রায় মাঝামাঝি সময়ে এসে ধুঁকতে থাকা ব্লুজদের ফিনিক্স পাখির মতো জাগিয়ে তুলেন টমাস টুখেল। পিএসজির হয়ে বরখাস্ত হয়ে ‘বেকার’ থাকা এই কোচের অধীনে চেলসি শুধু প্রিমিয়ার লিগে শীর্ষ চার নিশ্চিত করেনি, সবাইকে চমকে দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও জিতে নেয়। অন্যদিকে, পেপ গার্দিওলার অধীনে ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করে ম্যান সিটি।
https://twitter.com/FIFAWorldCup/status/1479090693264089088?t=ZtoSsI54a3kB_gS551L7VA&s=19
এদিকে, ছেলেদের বর্ষসেরা কোচের সেরা তিনজনের নাম ঘোষণার আগে মেয়েদেরও সেরা তিন কোচের নাম প্রকাশ করেছে ফিফা। ২০২১ সালে বর্ষসেরা নারী কোচের সেরা তিনে আছেন বার্সেলোনার হয়ে বিখ্যাত ট্রেবলজয়ী কোচ লুইস কর্টেস, চেলসির কোচ এমা হায়েস ও ডাচ কোচ সারিনা উইগম্যান।
https://twitter.com/FIFAWWC/status/1479092677731930112?t=YJ148ah5kbwLF9bWTRWIvw&s=19
আগামী ১৭ জানুয়ারি জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামীকাল (শুক্রবার) পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে ফিফা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.