বিগব্যাশ অভিষেকেই ইতিহাস গড়লেন পাকিস্তানের 'স্পিডস্টার' হাসনাইন
নিউজ ডেস্ক
৩ জানুয়ারী ২০২২, দুপুর ১:২১ সময়
ছবি - সংগৃহীত
বিগব্যাশের ১০ বছরের ইতিহাসে যা ঘটেনি, ১১তম আসরে প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে নেমে সেই কীর্তি করে দেখালেন পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন। বিগব্যাশে নিজের অভিষেক রাঙিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম জুড়ে দিয়েছেন পাকিস্তানের গতিতারকা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রবিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে সিডনি থান্ডারের জার্সিতে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্যাঞ্জাইজি লিগে (বিগব্যাশ) প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন মোহাম্মদ হাসনাইন। যেখানে নিজের প্রথম ওভারেই কোন রান হজম না করে ৪ বলেই তিন উইকেট শিকার করেন ২১ বছর বয়সী এই পেসার।
আর যার মধ্য দিয়ে বিগব্যাশের ১১টি আসরেএ মধ্যে আসরের এই প্রথম টুর্নামেন্টটিতে নিজের প্রথম ওভারেই তিন উইকেট শিকারের ইতিহাস গড়লেন মোহাম্মদ হাসনাইন।
[caption id="attachment_61026" align="aligncenter" width="906"] ছবি - সংগৃহীত[/caption]
রবিবার ওপেনার ম্যাথু গিলকেসের ৫৭ বলে ম্যাচ সেরা ৯৩ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল সিডনি থান্ডার। জবাবে খেলতে নেমে দারুণ শুরু করেছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের দুই ওপেনার, দুই ওভারেই স্কোরবোর্ডে যোগ করেন ২৪ রান।
কিন্তু, তৃতীয় ওভারে প্রথমবারের মতো বোলিং এসেই দৃশ্যপট পাল্টে দেন মোহাম্মদ হাসনাইন। বিগব্যাশে নিজের করা দ্বিতীয় বলেই ম্যাথু ওয়েডকে আউট করেন পাকিস্তানি পেসার। এরপরের বলে জেক ওয়েদারাল্ডকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসনাইন।
হ্যাটট্রিক বলটা কোনোমতে ফিরিয়েছিলেন জনাথন ওয়েলস, তবে শেষ রক্ষা হয়নি। পরের বলেই তিনিও হাসনাইনের তৃতীয় শিকার হয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন।
এমনকি ওভারের শেষ বলেও অল্পের জন্য উইকেট পাওয়া হয়নি হাসনাইনের। পাকিস্তান পেসারের ঘন্টায় ১৪৪ কিলোমিটার গতির ইয়র্কার অ্যাডিলেডের ব্যাটার হেনরি হান্টকে পরাস্ত করে স্ট্যাম্পের গা ঘেঁষে বেরিয়ে যায় অল্পের জন্য। ফলে ট্রিপল উইকেট মেইডেনেই সন্তুষ্ট থাকতে হয় হাসনাইনকে।
সবমিলিয়ে এদিন ৪ ওভারে ১ মেইডেন সহ মাত্র ২০ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন হাসনাইন। আর তার দল সিডনি থান্ডার পেয়েছে ২৮ রানে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.