আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও সাড়ে ৬ ফুট উচ্চতার দানবীয় চেহারা আর বিধ্বংসী ব্যাটিংয়ের পারদর্শীতায় দ্রুতই বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়ে উঠেছেন ক্যারিবিয়ান ব্যাটার কেনার লুইস, দেশের গন্ডি পেরিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও পদচারণা আছে বিধ্বংসী ডানহাতি এই ব্যাটারের।
সিপিএল, এলপিএল, টি-১০ লিগের পর এবার বিপিএলে খেলবেন কেনার লুইস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে ঢাকায় এসে অনুশীলনেও নেমে পড়েছেন তিনি। প্রথম দিনের অনুশীলন শেষে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন লুইস, সেই সাথে বাংলাদেশি দর্শকদের বড় শট উপহার দেওয়ার প্রত্যাশা তার।
প্রথম বারের মতো বিপিএলে খেলবেন কেনার লুইস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছেন বলে জানিয়েন তিনি। লুইস বলেন, “প্রথম বারের মতো বিপিএলে খেলতে যাচ্ছি, এজন্য আমি উদগ্রীব হয়ে আছি। এখানে আসতে পেরে অনেক ভাল লাগছে।”
দানবীয় চেহারা, বিধ্বংসী মেজাজে ব্যাটিংয়ের দক্ষতা ও ছক্কা হাঁকানোর ক্ষমতায় স্বদেশী ক্রিস গেইলের সাথে তুলনা করা হয় কেনার লুইসের, পরিসংখ্যানও সেটার যৌক্তিকতা দেখায়। ৩১ টি-টোয়েন্টিতে ৪৮টি চারের বিপরীতে ছক্কা হাঁকিয়েছেন ৪৫টি, অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় দেড়টা করে ছক্কা হাকিয়েছেন লুইস।
[caption id="attachment_62957" align="aligncenter" width="1440"] প্রথম দিনের অনুশীলনে কেনার লুইস। ছবি - ফেসবুক[/caption]
গেইলের সাথে তুলনা প্রসঙ্গে কেনার লুইস বলেন, “কিংবদন্তির সাথে আমাকে তুলনা করাটা অবশ্যই সম্মানের বিষয়। আমি নিজেকে তার মতো করেই গড়ে তুলতে চাই, নিজের সেরাটা দিতে চাই। নিজেকে উজাড় করে দিতে পারলে হয়তো সর্বোচ্চ রান সংগ্রাহকও (বিপিএলে) হতে পারবো।”
দর্শকদের বড় শট উপহার দিতে চান উল্লেখ করে কেনার লুইস বলেন, “নিশ্চিত ভাবেই আপনারা কিছু বড় শট (বিগ-হিট) দেখতে পাবেন। আশা করছি, সেগুলো উপভোগ করবেন। ক্রিকেটটা উপভোগ করুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাশেই থাকুন, ‘বর্ন টু উইন’।”
২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসরের খেলা, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরিশালের হয়ে গেইলের খেলার কথা থাকলেও প্রথম লেগে অবশ্য তাকে পাচ্ছে না দলটি, যে কারণে গেইল-লুইস দ্বৈরথটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.