বিগ হিটার বা পাওয়ার হিটার হিসেবেই কখনই সুখ্যাতি ছিল না সাকিব আল হাসানের, টি-টোয়েন্টি ফর্মেটের অভিজ্ঞ ও বিশ্বের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ গুলোর নিয়মিত মুখ হলেও সাকিবের ব্যাটে মার কাটারি সেই ব্যাটিংয়ের দেখা মিলে না। তার চেয়ে রানের চাকা সচল রাখার পাশাপাশি বাউন্ডারিতে রান তোলেন সাকিব, এবার বিধ্বংসী মেজাজে দেখা যেতে পারে তার ব্যাট।
বিপিএলকে সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে বড় শটের অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব, আসন্ন বিপিএলে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে সাকিবের ব্যাট। কারণ সাকিবের কাছ থেকে পাওয়ার হিটার ব্যাটিংটাই দেখতে চায় তার দল ফরচুন বরিশাল, এমনটাই জানিয়েছেন দলটির পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম।
এক ভিডিও বার্তায় নাজমুল আবেদিন ফাহিম বলেন, “সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই বিগ হিটিং নিয়ে, পাওয়ার হিটিং নিয়ে। আজ সেন্টার উইকেটে যখন ব্যাট করলো দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে, যেটা আগে সেভাবে আমরা দেখিনি। তো ব্যাটে-বলে ভালোই হচ্ছে।”
তিনি আরও বলেন, “আরও দুই ২-৩ দিন ব্যাট করলে আরও ধারবাহিকভাবে সেটা করতে পারবে। সাকিবের বড় শট খেলাটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, উপরের দিকে ব্যাট করে। ও যদি বড় শট খেলতে পারে তাহলে দলের জন্য ভাল।”
ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও বোলিংয়ে সব সময়ই ছন্দময় সাকিব আল হাসান, তবে বোলিংয়েও তার উন্নতির জায়গা দেখছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, “আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ বোলার। তারপরও উন্নতি করার কিছু না কিছু সুযোগ থাকেই। আলোচনা করেছি বলের অ্যাঙ্গেল নিয়ে, বা বলের লাইন লেন্থ নিয়ে। আরও ভাল কিভাবে করা যায় বিশেষ করে টি-টোয়েন্টি ফর্মেটে, এই প্রক্রিয়াটা চলতেই থাকবে।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.