বিপিএল | ছুটি কাটিয়ে কুমিল্লা দলে যোগ দিলেন লিটন দাস
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২২, দুপুর ২:৩৬ সময়
ছবি - ফেসবুক
গত ২১ জানুয়ারি মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা, এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের খেলা। তবে এবারের বিপিএলে এখনো মাঠে নামেননি লিটন দাস, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ছুটিতে ছিলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা, তার আগেই বিপিএলে নিজ দলের সাথে যোগ দিয়েছেন লিটন। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ডানহাতি এই ব্যাটার, এর মধ্যে তিনি দলের সাথে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেও গেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে ছুটিতে ছিলেন লিটন দাস, তাকে ছাড়াই অবশ্য টুর্নামেন্টে শতভাগ জয় তুলে নিয়ে চট্টগ্রামে পা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির পরের ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম পর্বে কুমিল্লার দ্বিতীয় ম্যাচটি ১ ফেব্রুয়ারি, সে ম্যাচে তাদের প্রতিপক্ষ মিনিস্টার ঢাকা।
বাংলাদেশের ক্রিকেটে লিটন দাস বড় নামই বলা যেতে পারে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ড্রাফটে প্রথম সুযোগেই তাকে দলে নিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালো না লেগেও সাদা পোশাকে দারুণ ছন্দে আছেন লিটন, নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে তুলে নেন দারুণ এক সেঞ্চুরিও।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:
সরাসরি: মুস্তাফিজুর রহমান, সুনিল নারাইন, ফাফ ডু প্লেসিস মঈন আলী।
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান।
ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস ও ওশানে থমাস।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.