গত ২১ জানুয়ারি শুরু হয়ে গেছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট যজ্ঞ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা, এরই মধ্যে সম্পন্ন হয়েছে ৪টি ম্যাচও। এবারের বিপিএলে তারকা ক্রিকেটারদের উপস্থিতি খুব বেশি নেই, যারাও আছেন অধিকাংশই এখনো এসে দলের সাথে যোগ দেননি।
তবে বিপিএল মাতাতে ঢাকায় পৌঁছে গেছেন ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটার ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল, তিনি এবারের আসরে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ঢাকায় পৌঁছে করোনা পরীক্ষাও করিয়েছেন গেইল, সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই নেমে পড়বেন চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে।
এবারের বিপিএলে শুরুটা দারুণ হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের, প্রথম ম্যাচে তারা হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এখন পর্যন্ত তারা ওই একটি ম্যাচেই মাঠে নেমেছে, আগামীকাল দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ টানা দুই ম্যাচ হেরে যাওয়া মিনিস্টার ঢাকা। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
গেইল পৌঁছালেও ফরচুন বরিশালের এখনো বিদেশি ক্রিকেটারদের আসা শেষ হয়নি, আগামী ২৬ জানুয়ারি দলের সাথে যোগ দেওয়ার কথা আফগান স্পিনার মুজিব উর রহমান। বিপিএল শুরুর আগেই দলের সাথে যোগ দিয়েছেন ইংলিশ লেগ-স্পিনার জ্যাক লিন্টট, ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও আলজারি জোসেফ।
[caption id="attachment_63467" align="aligncenter" width="720"] কোভিড পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন গেইল। ছবি - সংগৃহীত[/caption]
স্কোয়াডে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের পেসার ওবেদ ম্যাককয়কে পাচ্ছে না বরিশাল।