বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর ছক্কা দিয়ে শুরু হলেও বরিশাল ও চট্টগ্রামের মধ্যকার উদ্বোধনী ম্যাচে হয়নি প্রত্যাশা অনুযায়ী রান, বরং দেখা গিয়েছিল রানের খরা। তবে দ্বিতীয় ম্যাচেই পাল্টেছে সে চিত্র, চার ছক্কার বৃষ্টি দেখেছে মিরপুর। রান উৎসবের সেই ম্যাচে 'হট ফেভারিট' মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়ে অষ্টম আসরে শুভসূচনা করেছে খুলনা টাইগার্স।
মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে তারকাবহুল মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। যেখানে ঢাকার দেওয়া ১৮৪ রানের বিশাল টার্গেট ৬ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে খুলনা।
বড় টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ৮ রানেই মাত্র ২ রান করে শুভগত হোমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন যুব বিশ্বকাপ জয়ী ব্যাটার তানজিদ হাসান তামিম। তবে আন্দ্রে ফ্লেচার এবং রনি তালুকদারের পাল্টা আক্রমণে সে ধাক্কা দারুণ ভাবে সামলে উঠে খুলনা।
যেখানে মাত্র ৪০ বলেই ৭২ রান যোগ করেন এই দুজন। ৭ চার আর ১ ছক্কায় ২৩ বলে ৪৫ রান করে আন্দ্রে ফ্লেচার সাজঘরে ফিরে গেলেও ফিফটি করেছেন রনি তালুকদার। যেখানে শেষ পর্যন্ত ৭ চার আর ১ ছক্কায় ৪২ বলে ৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
[caption id="attachment_63330" align="aligncenter" width="960"] ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রনি তালুকদার[/caption]
তবে এরপর দ্রুত ব্যবধানে খুলনার ৩ উইকেট তুলে নিয়ে খেলায় ফিরেছিল ঢাকা। কিন্তু ৬ চারে মাত্র ১৮ বলে থিসারা পেরেরার হার না মানা ৩৬* রানে ঝড়ো ইনিংসে অনায়েসেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। উল্লেখ্য, অপরপ্রান্তে ৫ বলে ১২* রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান।
এর আগে শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় পুঁজি পেয়েছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। যেখানে উদ্বোধনী জুটিতেই ৮.১ ওভারে ৬৯ রান যোগ করে দারুণ শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ। দুই রান নিতে যেয়ে তানজিদ হাসান তামিমের থ্রোতে শেহজাদ দূর্ভাগ্যজনকভাবে রান আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ৮ চারের সহায়তায় মাত্র ২৭ বলে ৪২ রান করেন আফগান কিপার-ব্যাটার।
[caption id="attachment_63317" align="aligncenter" width="1280"] তামিম ইকবাল এবং আহমেদ শেহজাদ[/caption]
শেহজাদ চল্লিশের কোটায় থামলেও ঠিকই ফিফটি তুলে নেন ঢাকার আরেক ওপেনার তামিম ইকবাল। অবশ্য অষ্টম আসরের প্রথম ফিফটি করার পর পরই ফিরেন তিনিও। ৭ চারের সহায়তায় তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৫০ রান।
[caption id="attachment_63331" align="aligncenter" width="960"] এক থ্রোতে দুই প্রান্তের স্ট্যাম্প ভেঙে রাসেলকে আউট করছেন তানজিদ (ছবিতে নেই)[/caption]
এরপর ২ চার আর ৩ ছক্কায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ২০ বলে ৩৯, জহরুল ইসলামের ১১ বলের ১২ শুভগত হোমের ৪ বলে ৯*, আন্দ্রে রাসেলের ৩ বলে ৭ এবং উসুরু উদানার ২ বলে ৬* রানের ছোট ছোট ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল ঢাকা। যদিও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।
সংক্ষিপ্ত স্কোরঃ (টস- খুলনা টাইগার্স)
মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৮৩/৬ (২০ ওভার); তামিম ৫০, শেহজাদ ৪২, মাহমুদউল্লাহ ৩৯; রাব্বি ৩/৪৫, পেরেরা ১/২৭
খুলনা টাইগার্স: ১৮৪/৫ (১৯ ওভার); রনি ৬১, ফ্লেচার ৪৫, পেরেরা ৩৬*; এবাদত ২/২৭, রাসেল ২/৪২
ফলাফলঃ খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচঃ রনি তালুকদার।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.