বিশাল হারে বিশ্বকাপ শুরু বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের
নিউজ ডেস্ক
১৭ জানুয়ারী ২০২২, রাত ২:১ সময়
ছবিঃ টুইটার
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, তবে এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হলো না টাইগার যুবাদের। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেওয়া জশোয়া বয়ডেন হয়েছেন ম্যাচ সেরা।
মাত্র ৯৭ রানের পুঁজি নিয়ে জেতা প্রায় অসম্ভবই, সেই অসম্ভবকে সম্ভব করতে পারেনি বাংলাদেশি বোলাররা। রান তাড়া করতে নেমে চাপ না থাকায় একেবারেই দেখেশুনে শুরুর সুযোগ পায় দুই ইংলিশ ওপেনার জর্জ থমাস ও জ্যাকব বেথেল, ৯ম ওভারে রিপন মন্ডলের বলে ফেরার আগে ১৫ রান করেন থমাস।
অধিনায়ক টম ফ্রেস্টকে রাকিবুল হাসান ৪ রানে ফেরালে ২৬ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল, তবে লক্ষ্য ছোট হওয়ায় জিততে কোন সমস্যাই হয়নি তাদের। তৃতীয় উইকেটে জেমস রেকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন বেথেল।
[caption id="attachment_62765" align="aligncenter" width="2560"] ছবিঃ টুইটার[/caption]
জয় থেকে ৮ রান দূরে থাকত্ব রান আউটে কাটা পড়েন জ্যাকব বেথেল, তার আগে ৪৪ রান করেন তিনি। ২৫.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড, জেমস রে ২৬ রানে অপরাজিত থাকেন, উইল লাক্সটন ১ বলে ৬ রান করেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই বোলার রিপন মন্ডল ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।
এর আগে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগার যুবাদের। ৩১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের স্কোর ৯৭ তে নিয়ে যান মেহরব হাসান ও রিপন মন্ডল।
ব্যাটিংয়ে নেমে ইংলিশ দুই পেসারের দারুণ বোলিংয়ে রান তুলতে হাসফাস করতে থাকে দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও আরিফুল ইসলাম, প্রথম ওভারে ২ রান তুলতে পারলেও পরের দুই ওভারেই মেইডেন তারা। সেই চাপেই জশোয়া বয়ডেনের বলে আলেক্স হারটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মাহফিজুল, তার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩ রান।
সুবিধা করতে পারেননি আরেক ওপেনার আরিফুল ইসলামও, বয়ডেনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৬ বল খেলে করেন ৪ রান। তিনে নামা নওরোজ নাবিল প্রান্তিক ০ রান করে জেমস সেলসের বলে হারটনের তৃতীয় ক্যাচ হয়ে ফিরেন, মোহাম্মদ ফাহিম রান আউটে কাটা পড়লে ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
[caption id="attachment_62742" align="aligncenter" width="2560"] ছবি - সংগৃহীত[/caption]
পঞ্চম উইকেটে ১৮ রান যোগ করেন আইচ মোল্লাহ ও আশিকুর জামান, ৫ রানের ব্যবধানেই ফিরেন দুই ব্যাটার। আইচ মোল্লাহ ১৩ ও আশিকুর জামান ৯ রান করেন। ৩১ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ার পর বাংলাদেশের স্কোর ৯৭ তে নিয়ে যাওয়ার কৃতিত্ব মেহরব হাসান ও রিপন মন্ডলের।
৩৬তম ওভারে অল আউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৯৭ রান, মেহরব হাসান ১৩ ও রিপন মন্ডলের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৩ রানের ইনিংস। ইংলিশ যুবাদের হয়ে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন জশোয়া বয়ডেন, থমাস আস্পিনওয়াল ১৮ রান দিয়ে নেন ২ উইকেট।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.