বিসিবি চাইলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে চান না তামিম
নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২২, দুপুর ৪:২০ সময়
ছবি - ফেসবুক
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল, সে সময়ই ধারণা করা হচ্ছিলো এই ফর্মেটে আর দেশসেরা এই ওপেনারকে নাও দেখা যেতে পারে।
শেষ পর্যন্ত ধারণাটাই সত্যি হতে যাচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না বিসিবি সভাপতিকে জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। আজ সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, কেউ যদি খেলতে না চান তাহলে তাকে জোর করে খেলানো ঠিক না।
ইঞ্জুরি কাটিয়ে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে মাঠে ফিরেন তামিম ইকবাল, সেখানে সুবিধা করতে না পারলেও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই ওপেনার। প্রথম দুই ম্যাচেই তুলে নিয়েছেন ফিফটি, তবে এই ফর্মেটে ঘরোয়া ক্রিকেটেই সীমাবদ্ধ থাকতে চান তামিম।
টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে তামিমের সাথে কথা বলেছেন উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “ওর সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের বেস্ট ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।”
জবাবে তামিম তার অবস্থান পরিষ্কার করেছেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “টেলিফোনে কথা হয়েছিল ও আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।”
তামিম খেলতে না চাইলে জোর করবে না বিসিবি। পাপন আরও বলেন, “এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় থাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.