গত বছর ইউএস ওপেন খেলতে আসার আগে মেয়েদের বাছাইয়ে ছিলেন ১৫০তম স্থানে। তখনও খুব বেশি নাম, খ্যাতি এবং যশ কিছুই ছিল না ব্রিটিশ নারী তারকা এমা রাডুকানুর। কিন্তু, তিনিই করে ফেললেন এক ইতিহাস। ১৭ দিনের স্বপ্নময় পথচলায় রোমাঞ্চ ও বিস্ময়ের নানা মোড় পেরিয়ে, শেষ ধাপে উড়ন্ত জয় দিয়েই প্রথমবারে মতো ইউএস ওপেন খেলতে এসেই শিরোপাটি উঁচিয়ে ধরেছিলেন ১৮ বছর বয়সী এই ব্রিটিশ।
তবে, ইউএস ওপেনে এমা রাডুকানু সেই স্বপ্নযাত্রা থেমে গেল অস্ট্রেলিয়ান ওপেনে। বছরের নতুন গ্রান্ডস্ল্যামে বেশিদূর যেতে পারেনি ব্রিটিশ তারকা। টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯৮ নম্বরে থাকা কোভিনিচের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন এমা রাডুকানু।
[caption id="attachment_63195" align="aligncenter" width="960"] ছবি - সংগৃহীত[/caption]
আজ (বৃহস্পতিবার) মেলবোর্নের মার্গারেট কোর্ট অ্যারেনায় মন্টিনেগ্রোর দানকা কোভিনিচের কাছে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হেরে গেছেন এমা রাডুকানু। প্রথমবার কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ২৭ বছর বয়সী দানকা কোভিনিচ।
মেলবোর্নে প্রথম সেটে একটা সময় ৩-০ তে এগিয়ে ছিলেন এমা রাডুকানু। এরপরই বিপত্তি। হাতে সমস্যায় চিকিৎসা নিতে হয় ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে। ৬-৪ এ প্রথম সেটই জিতে নেন কোভিনিচ।
[caption id="attachment_63196" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
দ্বিতীয় সেটেই ৪-৬ এ জিতে ঘুরে দাড়ান রাডুকানু। তবে শেষ সেট আর পারেননি। সর্বশেষ সেটে ইউএস ওপেনের নতুন রাণীকে ৬-৩ এ হারিয়ে পরের রাউন্ডে নিশ্চিত করে ফেলেন দানকা কোভিনিচ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.