দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই আবারো মাঠে গড়াতে যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে ও ফেব্রুয়ারীর শুরুর দিকের বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন তিতে। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যে দল ঘোষণা করেন ব্রাজিল কোচ।
ইঞ্জুরির কারণে দলে নেই সবচেয়ে বড় তারকা নেইমার। ৩৮ বছর বয়সেও জায়গা ধরে রাখলেন অভিজ্ঞ দানি আলভেজ। গোলরক্ষকের জায়গায় অ্যালিসন ও এডারসনের সাথে গ্রেমিওর গ্যাব্রিয়েল শাপেকার বদলে দলে ফিরলেন ওয়েভারটন। ব্রাজিলের হয়ে এখনও অভিষেক না হলেও তিতে এবারও দলে রেখেছেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েসকে।
[caption id="attachment_62387" align="aligncenter" width="1140"] ছবিঃ ইন্টারনেট[/caption]
অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি ফিলিপে কৌতিনিয়ো। ফর্ম নিয়ে কিছুটা সংশয় থাকলেও সদ্য বার্সেলোনা ছেড়ে ধারে অ্যাস্টন ভিলায় নাম লেখানো কৌতিনিয়োর উপর আবারও আস্থা রেখেছেন ব্রাজিল কোচ। যদিও অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা রেনান লোদিকে দলে রাখেননি তিতে। বাকিদের প্রায় সবাই অক্টোবরে খেলা বাছাই-পর্বে তিতের স্কোয়াডে ছিলেন।
আগামী ২৮ জানুয়ারী ইকুয়েডরের মাঠে খেলতে যাবে সেলেসাও বাহিনী। তার পাঁচ দিন পর নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে দলটি। নিজেদের সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মেসিদের মাঠ থেকে ড্র নিয়ে বাড়ি ফিরে ব্রাজিল।
https://twitter.com/CBF_Futebol/status/1481631982643785738?t=vvviN6I-Ck4cFpLqFqXZ3A&s=19
ইতোমধ্যে, লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে টেবিলের ধরাছোঁয়ার বাহিরে আছে তিতের দল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।