'বয়স চোর' ৫৩ ক্রিকেটারকে বাদ দিয়ে মাঠে ফিরছে পাকিস্তানের ২ টুর্নামেন্ট
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২২, দুপুর ২:৪ সময়
ছবিঃ পিসিবি
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানের করাচি এবং মুলতানে গেল ১৪ জানুয়ারি থেকে মাঠে গড়িয়ে ছিলো অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক দুটি ঘরোয়া টুর্নামেন্ট। বয়স চুরির অভিযোগে মাঝপথেই টুর্নামেন্ট দুটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে, নতুন করে বয়স পরীক্ষা করার পর ফের মাঠে ফিরতে চলেছে টুর্নামেন্ট দুটি। অবশ্য নির্ধারিত বয়স সীমার বাইরের অধিক বয়সের ছেলেদের টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার অভিযোগটি প্রমাণিত হয়েছে।
যেই কারণে টুর্নামেন্ট দুটি থেকে সর্বমোট ৫৩ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। যেখানে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট থেকে ৩৩ জন এবং অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্ট থেকে ২০ জন বাদ পড়েছেন।
পিসিবির হাই পারফরম্যান্সের পরিচালক নাদিম খান এ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, "১৭ জানুয়ারী টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর থেকে আমরা একটি পুঙ্খানুপুঙ্খ এবং একটি সম্পূর্ণ স্বচ্ছ বয়স যাচাই প্রক্রিয়া চালিয়েছি। যার ফলে অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৬ উভয় ইভেন্ট থেকে মোট ৫৩ জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, নতুন সূচি অনুযায়ী মুলতান এবং করাচির পূর্বের ভেন্যু গুলোতেই আগামীকাল (২৭ জানুয়ারি) থেকে ফের মাঠে গড়াবে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট দুটি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.