ভারতকে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারানোর হুঁশিয়ারি বাভুমার
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২২, দুপুর ২:৫৭ সময়
টেম্বা বাভুমা (ছবিঃ ইন্টারনেট)
ফ্রিডম কাপে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের দুর্গ খ্যাত সেঞ্চুরিয়নেই ভারতে কাছে হেরে বসেছিল দক্ষিণ আফ্রিকা। তবে পিছিয়ে থেকেও বাকি দুই টেস্টে তারুণ্য নির্ভর দল নিয়েই ব্যাটে-বলে দূর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-১ ব্যব্লধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। এবার ওয়ানডে সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ভারতের বিপক্ষে শিরোপা জেতার প্রত্যয়ের কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
২০১৮ সালে ঘরের মাঠে সর্বশেষ একদিনের সিরিজে ভারতের বিপক্ষে ৫-১ এর বিশাল ব্যবধানে সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তবে অতীত পরিসংখ্যান নিয়ে মোটেই মাথা ঘামাতে চান না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বরং তরুণ তুর্কিদের নিয়েই আরও বেশি কৌশলি হয়ে নিজেদের খেলার নতুন ব্র্যান্ড তৈরি করতে চান তিনি। এ প্রসঙ্গে বাভুমা বলেন,
“সবার আগে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আমাদের ভালোভাবে খেলতে হবে। ২০১৮ সালের সিরিজে কী হয়েছে, সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না। বরং বর্তমান দল নিয়ে নিজেদের খেলার একটা নতুন 'ব্র্যান্ড' তৈরি করতে চাই। নিজেদের কৌশল আরও ভালোভাবে কাজে লাগাতে চাই। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।”
[caption id="attachment_15809" align="aligncenter" width="1400"] টেম্বা বাভুমা (ছবিঃ ইএসপিএন ক্রিকইনফো)[/caption]
সাম্প্রতিক কালে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা বেশ ভালো করছে বলে বিশ্বাস করেন টেম্বা বাভুমা। তার দাবি, ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে তার দল। এবার সেই ধারাবাহিকতা ওয়ানডে ক্রিকেটেও দেখা চান প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেন,
“দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দল নিয়ে সবার ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে। আগে বলা হতো, আমরা স্পিন খেলতে পারি না এবং যার জন্য বিদেশের মাটিতে বারবার পরাজিত হই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা আমরা ভুল প্রমাণিত করেছি। সেই ছন্দ ধরে রেখেই পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে হবে। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময় আমরা বেশ ভালো খেলেছি। এবার ওয়ানডে ক্রিকেটেও সেটা করে দেখাতে হবে।”
উল্লেখ্য, পার্লে আগামীকাল (১৯ জানুয়ারি) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ এবং ২৩ জানুয়ারি।