আরও একবার দক্ষিণ আফ্রিকা সফরে যেয়ে অধরা টেস্ট সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতলেও, জোহানেসবার্গ এবং কেপ টাউনে হেরে ২-১ এ সিরিজ খুইয়েছে বিরাট কোহলিরা। যার প্রভাব পড়েছে টেস্ট র্যাঙ্কিংয়েও; শীর্ষস্থান হারিয়েছে ভারত, নেমে গেছে তিন নম্বরে।
অন্যদিকে ঘরের মাঠে সদ্য সমাপ্ত অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। যার পুরস্কার স্বরুপ নিউজিল্যান্ড এবং ভারতকে টপকে দেড় বছরেরও বেশি সময় পর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলো অজিরা।
[caption id="attachment_62731" align="aligncenter" width="679"] ছবিঃ আইসিসি/ টুইটার[/caption]
আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ১১৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ১-১ এ সিরিজ ড্র করলেও ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নিউজিল্যান্ড। আর তিনে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ১১৬।
তবে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ তে সিরিজ হারলেও টেস্ট র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানেই আছে ইংল্যান্ড।
আর ভারতের স্বপ্নভঙ্গ করে একধাপ এগিয়ে ৯৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। যার ফলে ছয়ে নেমে গেছে পাকিস্তান, তাদের পয়েন্ট ৯৩।
অপরিবর্তিত আছে টেস্ট র্যাঙ্কিংয়ের সাত থেকে দশ নম্বর স্থান। যেখানে সাতে শ্রীলঙ্কা (৮৩ পয়েন্ট) আটে ওয়েস্ট ইন্ডিজ (৭৫ পয়েন্ট) নয়ে বাংলাদেশ (৫৩ পয়েন্ট) এবং দশে জিম্বাবুয়ে (৩১ পয়েন্ট)। পর্যাপ্ত ম্যাচ না খেলার জন্য টেস্ট স্ট্যাটাস থাকা সত্ত্বেও র্যাঙ্কিংয়ে বিবেচিত হয়নি আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.