ভালো পারফরম্যান্সের অবকাঠামো তৈরি করতে চান ক্যাবরেরা
নিউজ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২২, দুপুর ১:২৩ সময়
নতুন কোচ পেল বাংলাদেশ দল।
গত ১৫ই জানুয়ারি ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ঢাকায় পা রাখার চার দিন বাদে বুধবার বিকেলে বাফুফে ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। এক প্রশ্নোত্তর পর্বে হ্যাভিয়ের ক্যাবরেরা জানালেন, ভালো পারফম্যান্সের অবকাঠামো তৈরি করতে চান তিনি।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সফলতা তেমন নেই বললেই চলে। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর কোন শিরোপা জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু শিরোপা নয়, ২০২২ সালে এসেও নিয়মিত ম্যাচ জয় বা ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা নেই বাংলাদেশের। প্রতিবেশী ভারতের কাছে এখন অনায়াসে হেরে যায় বাংলাদেশ। যে মালদ্বীপকে হেসে-খেলে হারাতো তাদের কাছেই এখন আত্মসমর্পণ করে আসতে হয়।
[caption id="attachment_63081" align="aligncenter" width="1024"] নতুন কোচ পেল বাংলাদেশ দল।[/caption]
জেমি ডে'কে সরিয়ে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরাকে। আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব নেওয়ার পরে এই স্প্যানিয়ার্ড জানালেন, ফুটবলারদের ভাল পারফরম্যান্সের অবকাঠামো তৈরি করতে চান তিনি।
"শূণ্য থেকে শুরু করে আমি সফলতা পেতে চাই। আমি ভালো পারফরম্যান্সের অবকাঠামো গড়তে চাই। এখানে ফুটবলের পরিচয় তৈরি করতে হবে। আমরা কি অর্জন করতে চাই সেটা খেলোয়াড়দের মধ্যে স্থাপন করতে হবে। এটাই আমাদের পরিকল্পনা এবং মূল বিষয়।"
"খেলোয়াড়দের পরিষ্কার ভাবে জানতে হবে, তাদের কাছে আমরা কি চাই এবং কিভাবে আমরা সফল হবো। সেই আত্মবিশ্বাস তৈরি করার দায়িত্ব আমাদের খেলোয়াড়দের। ম্যাচে তারা যাদের মুখোমুখি হোক না কেন, জানতে হবে তাদের মূল কাজ কি।"
বাংলাদেশের খেলোয়াড়দের মান নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। বার্সেলোনার ভার্জিনিয়া একাডেমিকে চার মাস কাজ করা ক্যাবরেরার ভাবনা, ম্যাচে পরিস্থিতি অনুযায়ী খেলানোর শিক্ষা নতুন শিষ্যদের দিবেন তিনি।
"আমরা লক্ষ্য লড়াকু দল গড়া এবং দলের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়ার মানসিকতা তৈরি করা। যারা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী চাহিদা বোঝে না, ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের উন্নতি করা।"
"স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের যে খেলা দেখেছি, তাতে আমি খুবই ইতিবাচক। সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের কিছু ম্যাচ দেখার সুযোগ হয়েছে, আমার মনে হয়েছে, দলে লড়াকু ফুটবলার আছে; ক্লাবগুলোতেও ভালো অনুশীলন সুবিধা পাচ্ছে; এখানকার লিগও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আমি নিশ্চিত দলের মধ্যে লড়াইয়ের মানসিকতা আনতে পারবো।"
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে বাফুফের নব-নির্মিত জিমনেশিয়াম ঘুরে দেখেন হ্যাভিয়ের ক্যাবরেরা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.