মানে ও সালাহকে ছাড়াই বড় জয়ে ব্যবধান কমালো লিভারপুল
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২২, বিকাল ৫:২১ সময়
ছবিঃ ইন্টারনেট
মিশরের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্সে লড়ছেন মোহাম্মদ সালাহ। দেশের হয়ে মহাদেশ সেরা হওয়ার লড়াইয়ে সেনেগালের হয়ে খেলছেন সাদিও মানে। দলের অন্যতম সেরা দুই তারকা ছাড়াই ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোয় ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেনি লিভারপুল। প্রতিপক্ষের মাঠে গিয়ে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে পেপ গার্দিওলার দলের সাথে ব্যবধান কমালো অলরেডরা।
আজ (রোববার) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলের হয়ে গোল করেছেন ভার্জিল ভ্যান ডাইক, চ্যাম্বারলিন এবং ফ্যাবিনিয়ো। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন ওডসনে এডুয়ার্ড। এই নিয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচ জিতলো লিভারপুল।
[caption id="attachment_63544" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
শিরোপা পুনরুদ্ধারে অভিযানে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান কমাতে এদিন ম্যাচের শুরু থেকে ক্রিস্টাল প্যালেসকে চেপে ধরে লিভারপুল। প্রতিপক্ষে মাঠে গোটা ম্যাচের ৫৭ শতাংশ বলই নিজেদের পায়ে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছিল ইয়ুর্গেন ক্লপের দল। পুরো ম্যাচে গোলমুখে ১৫ শটের ৭টি লক্ষ্যে রাখে তারা, বিপরীতে ক্রিস্টাল ৮ শটের ৫টি লক্ষ্যে রাখে।
আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে অষ্টম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে গোলটি করেন ভার্জিল ভ্যান ডাইক। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন চ্যাম্বারলিন। ম্যাচের ৩২ তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ২৮ বছর বয়সী এই ইংলিশ তারকা। এই গোলেও যোগানদাতা ছিলেন রবার্টসন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
বিরতির পর মাঠে ফিরে নিজেদের মেলে ধরার চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস। ৫৫তম মিনিটে গোলও পেয়ে যায় দলটি। ফিলিপে মাতেতার পাস থেকে ব্যবধান কমান ওডসনে এডুয়ার্ড। কিন্তু, তাও লাভ হয়নি। ম্যাচের শেষদিকে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্যাবিনিয়ো।
[caption id="attachment_63545" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
ডি-বক্সে দিয়েগো জোতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পটকিকে অলরেডদের জয় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। বাকি সময় আর কোন গোল না হলে ৩-১ গোলের জয়ে বাড়ি ফিরে অলরেডরা।
এই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে পয়েন্ট ব্যবধান কমালো লিভারপুল। ২২ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে দুইয়ে থাকা অলরেডদের পয়েন্ট ৪৮। ২৩ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে চূড়ায় থাকা সিটির পয়েন্ট ৫৭। ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ক্রিস্টাল প্যালেসের অবস্থান ১৩তম।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.