মেসির গুণকীর্তন গাওয়ার পর বেনজেমার ‘পেনাল্টি মিস-ইঞ্জুরি-বাড়িতে ডাকাতি’!
নিউজ ডেস্ক
২৪ জানুয়ারী ২০২২, দুপুর ৩:৩ সময়
ছবিঃ টুইটার
ক্রিশ্চিয়ানো রোনালদো পরবর্তী সময়ে যেভাবে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছে করিম বেনজেমা, তাতে এমনিতেই নিয়মিতি সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছেন ফরাসি তারকা। তবে, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এবার নতুন করে আলোচনায় এসেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলা বার্সেলোনার সাবেক ফুটবলার লিওনেল মেসির গুণকীর্তন গেয়ে।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম টেলিফুটকে দেওয়া আলাপচারিতায় সাতবারের বর্ষসেরা ফুটবলারের সব নিন্দুকদের একহাত নেন বেনজেমা। রিয়াল ফরোয়ার্ড সোজাসাপটা জানিয়ে দেন, যারা মেসির সমালোচনা করে; তারা ফুটবলের কিছুই জানে না!
[caption id="attachment_63685" align="aligncenter" width="1024"] ছবিঃ টুইটার[/caption]
আর্জেন্টাইন অধিনায়কের ভূয়সী প্রশংসা করে মেসি ভক্তদের সুনাম আদায় করে নিলেও গতকাল রাতটি ভালো কাটেনি বেনজেমা। গতকাল স্প্যানিশ লা লিগা আলাভেসের বিপক্ষে ভুলে যাওয়ার মতো সময় গেছে ফরাসি তারকা।
এদিন প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩২তম মিনিটে ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লস ব্ল্যাংকোসরা।
কিন্তু, ক্রসবারে মেরে কার্লো আনচেলত্তির দলকে হতাশ করেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ১৭ গোল করা করিম বেনজেমা। এই নিয়ে রিয়ালের জার্সিতে প্রথমবার পেনাল্টি মিস করেন ফরাসি তারকা।
তবে, করিম বেনজেমার মাঠের খেলায় শনির দশা শুধু পেনাল্টি মিসেই কাটেনি। বিরতির পর চোট পাওয়ার শঙ্কায় মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে জানা যায়, পেশির এই চোট এখনও ভয়াবহ কিছু না হলেও, কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে ফরাসি এই তারকার খেলা অনিশ্চিত।
https://twitter.com/brfootball/status/1485382769710620679?t=5jpVEaDVnUF8PkqAU23jxg&s=19
মাঠের খেলায় এমন হতাশাজনক পারফরম্যান্স করিম বেনজেমার দুঃস্বপ্নের জন্য যথেষ্ট ছিল। কিন্তু, ম্যাচ শেষে রিয়াল তারকা পান আরও বড় দুঃসংবাদ। লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচে খেলার সময়ই তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ফরাসি ফরোয়ার্ডের বাড়িতে ডাকাতি হওয়ার কথা পরদিন জানায় স্থানীয় পুলিশ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এমন খবরই করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল (রোববার) স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ৭টার মধ্যে মাদ্রিদের শহরতলি সান সেবাস্তিয়ান দে লস রেয়েসে খালি বাড়িতে ঘটনাটি ঘটেছে, বেনজেমা ও তার পরিবার ম্যাচ শেষে ফেরার আগে।
স্প্যানিশ গণমাধ্যম আউটলেট টুয়েন্টি মিনুটস এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচের পর বেনজেমা বাড়িতে গিয়ে দেখতে পান ক্ষয়ক্ষতির দৃশ্য। দেখেন কেউ এসে ভাংচুর করে গেছে। যদিও খোয়া যাওয়া জিনিসপত্রের বিস্তারিত জানাতে পারেনি পত্রিকাটি। বাগানের ভেতর দিয়ে ঢুকে পড়েছিল অজ্ঞাতরা, এ সময় বাড়িতে কেউই উপস্থিত ছিলেন না।
অবশ্য, এবারই প্রথম নয়। এর আগেও বেনজেমার বাড়িতে তার অনুপস্থিতিতে একই ঘটনা ঘটেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এল ক্লাসিকোর ম্যাচ চলাকালীন সময়েও ফরাসি তারকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.