বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখের গোলে মানেই যেন রবার্ট লেভানদোভস্কি। ‘গোলমেশিন’ এই পোলিশ তারকাকে থামানোর কোন উপায় জানা নেই প্রতিপক্ষ দলগুলোর। গত আসরে একের পর এক রেকর্ড গড়ার পর এবারও আছেন দারুণ ছন্দে। প্রতিপক্ষের রক্ষণে তার সময়টা এতটাই স্বপ্নের মতো যাচ্ছে যে, বুন্দেস লিগায় নিয়মিত গোল করা যেন হাতের খেলা বানিয়ে ফেলছিলেন।
তবে, বহুদিন পর বুন্দেস লিগায় আজ আবারও ফিফা বর্ষসেরা ফুটবলার কোন গোল করতে পারেননি। গত ম্যাচেও কোলনের বিপক্ষে হ্যাট্রিক করা এই তারকার কোন গোল ছাড়াই প্রতিপক্ষের জালে গোলউৎসব করেছে বায়ার্ন মিউনিখ।
[caption id="attachment_63576" align="aligncenter" width="2560"] ছবিঃ টুইটার[/caption]
আজ (রোববার) জার্মান বুন্দেস লিগায় প্রতিপক্ষের মাঠে হের্টা বার্লিনকে ৪-১ গোলে হারিয়েছে জুলিয়ান ন্যাগলসম্যানের দল। প্রতিপক্ষের জালে এক হালি গোল করলেও গোলের খাতায় নাম লেখাতে পারেনি রবার্ট লেভানদোভস্কি। বায়ার্নের হয়ে গোল করেছেন কোরোঁতাঁ তোলিসো, টমাস মুলার, লেরয় সানে ও সের্গে ন্যাব্রি। বার্লিনের একমাত্র গোলটি করেছেন ইয়ুর্গেন একেলেনকাম্প।
প্রতিপক্ষের মাঠে এদিন বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। গোটা ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। গোলমুখে শট নেয়ার ক্ষেত্রেও আধিপত্য ছিল বাভারিয়ানদের। গোটা ম্যাচে ৩০ শটের ১৯টি লক্ষ্যে রাখে দলটি। বিপরীতে হের্টার বার্লিন ৫ শটের ২টি রাখে লক্ষ্যে।
[caption id="attachment_63577" align="aligncenter" width="2048"] ছবিঃ টুইটার[/caption]
শিরোপা লড়াইয়ে আরও এগিয়ে যেতে এদিন ম্যাচে শুরু থেকেই আক্রমণ চালায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২৫তম মিনিটে কিংসলে কোম্যানের পাস থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন কোরেন্টিন কোরোঁতাঁ তোলিসো। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান থমাস মুলার। ম্যাচের ৪৫তম মিনিটে অধিনায়ক জশুয়া কিমিচের পাস থেকে গোলটি করেন জার্মানির বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
বিরতির পর আরও দুই গোল করে বাভারিয়ানরা। ৭৫ তম মিনিটে লেরয় সানে গোল করে আরও এগিয়ে দেন সফরকারীদের। ৪ মিনিট পর কিমিচের পাস থেকে গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করে ফেলেন ন্যাব্রি।
[caption id="attachment_63578" align="aligncenter" width="2560"] ছবিঃ টুইটার[/caption]
শেষদিকে ইয়ুর্গেন একেলেনকাম্প এক গোল করে ব্যবধান কমালেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এই নিয়ে বুন্দেস লিগায় চলতি মৌসুমে চার ম্যাচে গোল করতে পারলেন না রবার্ট লেভানদোভস্কি।
এই জয়ে ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৪৯। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৩-তে আছে হের্টা বার্লিন।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.