মঙ্গলবার মাউন্ট মুনগনুইতে মাত্র ৩ রানের জন্য ফিফটি হাতছাড়া হয়েছে মেহেদী হাসান মিরাজের। তবে সেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও, বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের দারুণ দুটি রেকর্ডে নিজের নাম ঠিকই জুড়ে দিয়েছেন টাইগার অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ চারের সহায়তায় ৮৮ বল মোকাবিলায় ৪৭ রান করে টিম সাউদির বলে উইকেটের পিছনে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ধরা পড়েছেন মিরাজ। তবে এই কার্যকরী ইনিংস খেলার পথে ৪৩ রানের সময় টেস্ট ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৬তম ক্রিকেটার হিসেবে হাজার রানের গন্ডি পেরুলেন মেহেদী হাসান মিরাজ। আর এর মধ্য দিয়ে সাকিব আল হাসান এবং মোহাম্মদ রফিকের পর মাত্র তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে অভিজাত এই সংস্করণে ১ হাজার রান এবং ১০০ উইকেটের 'ডাবল' পূর্ণ করার কৃতিত্ব দেখালেন তিনি। উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটে এই মাইলফলক স্পর্শে মিরাজের অবস্থান ৭৩তম।
[caption id="attachment_21052" align="aligncenter" width="759"] মেহেদী হাসান (ছবিঃ বাংলা ট্রিবিউন)[/caption]
দারুণ এই মাইলফলক ছুঁতে ৩০ টেস্ট সময় লাগলো মিরাজের। যেখানে সাকিব আল হাসানের লেগেছিল সর্বনিম্ন ২৮ টেস্ট। আর লাল বলে ২০০৮ সালে মোহাম্মদ রফিক ১ হাজার রান এবং ১০০ উইকেটের 'ডাবল' পূরণ করেছিলেন ৩৩ টেস্টে।
মাউন্ট মুনগনুই টেস্টের চতুর্থ দিনে শেষ পর্যন্ত ১৭৬.২ ওভারে ৪৫৮ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৩০ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯ ওভারে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.