ধুমধাড়াক্কার ফর্মেট টি-টোয়েন্টি, যে খেলাতে দর্শক-সমর্থক সবাই চার-ছক্কার ফুলঝুরি দেখতে চান। তবে বাংলাদেশের কন্ডিশনে খুব একটা বড় রানের ম্যাচ দেখা যায় না, দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগেও মন্থর উইকেটে চলে লো-স্কোরিং লড়াই।
এক বছর বিরতি দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে বিপিএল, টুর্নামেন্ট শুরুর আগে যথারীতি আলোচনায় উইকেট। অতীত অভিজ্ঞতা কিংবা বাংলাদেশে পিচের আচরণ অবশ্য শঙ্কা তৈরি করতেই পারে, তবে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান নেতিবাচক ভাবনা ভাবতেই চান না।
আগামীকাল শুরু হবে বিপিএলের অষ্টম আসরের খেলা, টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। ১ম ম্যাচে মাঠে নামার আগে উইকেট নিয়ে আশাবাদীই হচ্ছেন সাকিব, তার বিশ্বাস এবারের টুর্নামেন্টে উইকেট স্পোর্টিং হবে।
আজ অনুশীলন শেষে উইকেট প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, “যদিও এখনো দেখতে পাইনি (উইকেট)। আমি বিশ্বাস করি ভালো স্পোর্টিং উইকেট হবে, যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। আশা করছি, ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে।”
সাকিব স্পোর্টিং উইকেট নিয়ে আশাবাদী হলেও মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ভাবনাটা ভিন্ন। তিনি বাংলাদেশের মন্থর উইকেট নিয়ে না ভেবে মাঠে নামার আগে ইতিবাচক থাকাটাকেই গুরুত্ব দিচ্ছেন, উইকেট ভালো না পেলে সেটা নিয়ে আলাদা করে না ভেবে মানিয়ে নেওয়ার কথাই জানিয়েছেন তিনি।
উইকেট প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “উইকেটের ব্যাপারে আলাদা কিছু নেই। ম্যাচ খেলার সময় মাথায় রাখতে হবে উইকেট ভালো হবে। আগে থেকেই যদি চিন্তা করেন উইকেট ধীরগতির থাকবে, আগে থেকেই তাহলে নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে ঢুকছেন।”
তিনি আরও বলেন, “এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা আমি চাই না, এটা চিন্তাও করি না। সবসময় ইতিবাচকতা নিয়ে মাঠে ঢুকতে চাই, ভালো উইকেট না হলে মানিয়ে নেব।”
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে মিনিস্টার ঢাকাও, দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.