সিডনি থান্ডারের হয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগব্যাশে খেলতে যেয়ে ইতিহাস গড়া শুরু এবং প্রতি ম্যাচেই বল হাতে গতির ঝড় তুলে নজর কেড়েছিলেন পাকিস্তানের ২১ বছর বয়সী পেসার মোহাম্মদ হাসনাইন। তবে সেই টুর্নামেন্ট খেলাই কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের স্পিডস্টারের জন্য। আরও স্পষ্ট করে বললে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মইসেস হেনরিকসের 'এক কথাতেই' হুমকিতে পড়েছে মোহাম্মদ হাসনাইনের পুরো ক্যারিয়ার।
বিগব্যাশে আলো কেড়ে দেশেই ফিরেই দুঃসংবাদ পেয়েছেন ডানহাতি পেসার। এবারের আসরে হাসনাইনের খেলা শেষ ম্যাচে সিডনি ডার্বিতে তার বিরুদ্ধে মইসেস হেনরিকসের করা চাকিংয়ের অভিযোগের উপর ভিত্তি করেই সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররাও, অভিযোগ জানিয়েছেন প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের।
যার ফলে গেল মঙ্গলবার এই ঘটনার মাত্র তিন দিন পরেই লাহোরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে মোহাম্মদ হাসনাইনকে। সেখানে তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হওয়া সাপেক্ষেই, কেবলমাত্র খেলা চালিয়ে যেতে পারবেন পাকিস্তান পেসার।
তবে, অস্ট্রেলিয়ার সাবেক লেগ-স্পিনার ব্র্যাড হগ মনে করেন, মাঠে এভাবে প্রক্যাশে হাসনাইনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ আনা ঠিক হয়নি মইসেস হেনরিকসের। অজি অলরাউন্ডারের এমন আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থী এবং এজন্য তার শাস্তিও হওয়া উচিৎ।
হগ বলেছেন, "মইসেস হেনরিকসের এমন আচরণ ভুল ছিল। এটি ক্রিকেটের চেতনার বিরোধী এবং তার শাস্তি হওয়া উচিত। তিনি আম্পায়ারদের জানাতে পারেন, কিন্তু মাঠে বোলারকে বলতে পারেন না।"
[caption id="attachment_62637" align="aligncenter" width="900"] মোহাম্মদ হাসনাইন এবং মইসেস হেনরিকস (ছবিঃ ক্রিকেট পাকিস্তান)[/caption]
প্রসঙ্গত, সিডনি ডার্বিতে হাসনাইন এবং হেনরিকসের দ্বন্ধের সূত্রপাত সিক্সার্সের ইনিংসের ১২তম ওভারে। সেই ওভারে হাসনাইনের করা ঘন্টায় ১৩৫ কিলোমিটারের তৃতীয় বলটা কোনোমতে সামলেছিলেন হেনরিকস। এরপরেই পাকিস্তানের পেসারের উদ্দেশ্যে কিছু একটা বলেন অজি অলরাউন্ডার, যদিও তা কর্ণপাত করেননি হাসনাইন।
পরের বলেই ১৪০ কিলোমিটার গতির বাউন্সার দেন ডানহাতি পেসার। যদিও বাড়তি উচ্চতার জন্য লেগ-আম্পায়ার ওয়াইডের ইশারা দেন, তবে ফের একবার হাসনাইনের দিকে কথার তীর ছুড়েন সিক্সার্সের অধিনায়ক হেনরিকস। যেখানে তিনি সরাসরি 'চাকিং' বোলিংয়ের অভিযোগ তুলে পাকিস্তান পেসারের উদ্দেশ্যে বলেন, "নাইস থ্রো মেট।"
পরের বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন হেনরিকস এবং সে সময়ও কড়া ভাষায় ২১ বছর বয়সী পেসারের উদ্দেশ্যে কিছু বলেন তিনি। এমনকি ১৬তম ওভারে হাসনাইন আবারও বোলিংয়ে এসে দূর্দান্ত এক বাউন্সারে হেনরিকসকে পরাস্ত করলে, ফের একবার 'নাইস থো মেট' বলে স্লেজিং করেন সিক্সার্সের অধিনায়ক।
https://twitter.com/cricketcomau/status/1482277302788853760?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482277302788853760%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcricketpakistan.com.pk%2Fen%2Fnews%2Fdetail%2Fhasnain-accused-of-chucking-by-henriques-during-bbl-match
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.