১৯ বলে ফিফটি হাঁকিয়ে ভারতের কিংবদন্তিদের হারালেন ইমরান তাহির
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২২, সকাল ৫:৩ সময়
সম্পাদিত ছবি
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারেও কখনো ৩০ রানের গন্ডি পেরুতে পারেননি দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির। সেই ইমরান তাহিরই কিনা আল আমিরাতে রীতিমতো ব্যাট হাতে তান্ডব চালিয়ে চার-ছক্কার পসরা সাজিয়ে বিশাল রান তাড়া করে দলকে জিতিয়েছেন, হাঁকিয়েছেন মাত্র ১৯ বলে ফিফটি!
সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আসরের শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচে ভারত মহারাজাসকে ৩ উইকেটে হারিয়েছে ওয়ার্ল্ড জায়ান্টস।
যেখানে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়াসিম জাফর এবং বদ্রিনাথ ০ রানে সাজঘরে ফিরলেও, ১৫ চার আর ৯ ছক্কায় ৬৯ বলে নমন ওঝার ১৪০ রানের বিধ্বংসী ইনিংস এবং অধিনায়ক মোহাম্মদ কাইফের অপরাজিত ৫৩ (৪৭) রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট ২০৯ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ভারত মহারাজাস।
জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ওপেনার কেভিন পিটারসেনের ২৭ বলে ৫৩ রানের দারুণ ইনিংসে খেলায় টিকে ছিল ওয়ার্ল্ড জায়ান্টস। তবে ব্র্যাড হ্যাডিন, ড্যারেন সামি, মরনে মরকেলরা ভালো শুরুর পরও থিতু হতে না পারলে একটা সময় ১৬০ রানেই ৭ উইকেট হারিয়ে হারের মুখেই পড়েছিল ওয়ার্ল্ড জায়ান্টস।
কিন্তু, সেখান থেকেই ব্যাট হাতে অবিশ্বাস্য এক ইনিংসে খেলকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান পুরো ক্যারিয়ার জুড়ে বল হাতে আলো কাড়া ইমরান তাহির। শনিবার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৯ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৫২* রানে অপরাজিত ছিলেন প্রোটিয়া লেগ-স্পিনার।
https://twitter.com/llct20/status/1484967606582874114?s=20
অবশ্য দল হারলেও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন দূর্দান্ত সেঞ্চুরি হাঁকানো ভারত মহারাজাসের কিপার-ব্যাটার নমন ওঝা।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.