'৪' রানের জন্য দক্ষিণ আফ্রিকায় শেষ ইজ্জতটুকুও হারালো ভারত
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২২, বিকাল ৫:৫৯ সময়
ছবিঃ টুইটার
সেঞ্চুরিয়নে টেস্ট জিতে দারুণভাবে এবারের দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিলো ভারত। কিন্তু এরপর শেষ দুই টেস্ট হেরে বসে সিরিজ খুঁইয়ে ছিলো সফরকারীরা। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৩-০ তে হেরে হোয়াইটওয়াশের লজ্জ্বায় ডুবলো ভারত।
কেপটাউনে ক্ষণে ক্ষণে রঙ বদলানো চরম নাটকীয় ম্যাচে ভারতকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যা ভারতের বিপক্ষে রানের হিসেবে প্রোটিয়াদের সবচেয়ে ছোট জয়। রবিবার টসে হেরে প্রথম ব্যাট করে ৪৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছিলো স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৮৩ রানে থেমেছে সফরকারীরা।
নিউল্যান্ডস স্টেডিয়ামে ২৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানেই অধিনায়ক কেএল রাহুলের (৯) উইকেট হারালেই দ্বিতীয় উইকেট জুটিতে শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির ১০২ রানের জুটি দারুণ শুরু করেছিলো ভারত। তবে এরপর একই ওভারে মাত্র ২ রানের ব্যবধানে জোড়া উইকেট হারায় সফরকারীরা।
যেখানে ৬১ রানে শিখর ধাওয়ান এবং নিজের খেলা প্রথম বলেই ০ রানেই আউট হন রিশাভ পান্ত। দুজনকেই সাজঘরে ফেরান ফেহলুকায়ো। চতুর্থ উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ারকে নিয়ে আরও ৩৮ রান যোগ করেন বিরাট কোহলি।
তবে সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিলেও আজও বহুল প্রতীক্ষিত ৭১তম সেঞ্চুরি পাওয়া হয়নি বিরাট কোহলির। ৫ চারে ৮৪ বলে দলীয় সর্বোচ্চ ৬৫ রান করে কেশভ মহারাজের শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর শ্রেয়াস আইয়ার ২৬, সূর্যকুমার যাদব ৩৯ এবং জয়ন্ত যাদব ২ রান করে আউট হলে ২২৩ রানেই ৭ উইকেট হারিয়ে বসে ম্যাচ থেকে ছিটকে গেছিলো ভারত।
তবে এরপর জাসপ্রিত বুমরাহকে সাথে নিয়ে দারুণ এক জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান দীপক চাহার। এমনকি এই পেসারের অনবদ্য এক ফিফটিতে জয়ের স্বপ্নই দেখছিলো সফরকারীরা। যেখানে জয়ের জন্য শেষ তিন ওভারে ভারতের দরকার ছিলো মাত্র ১০ রান, হাতে তখনো তিন উইকেট।
কিন্তু ৪৮তম ওভারে লুঙ্গি এনগিডির প্রথম বলে দীপক চাহার ৫৪ (৩৪) রান করে আউট হয়ে সাজঘরে ফিরলে, ফের খেলায় ফিরে দক্ষিণ আফ্রিকা। এরপর ৪৯তম ওভারে ফেহলুকায়োর শিকার হয়ে জাসপ্রিত বুমরাহ (১২) এবং ৫০ম ওভারে যুযবেন্দ্র চাহাল (২) প্রিটোরিয়াসের শিকার হলে ৪ রানের হারে হোয়াইট-ওয়াশের লজ্জ্বায় ডুবে ভারত।
[caption id="attachment_63502" align="alignnone" width="680"] রবিবার ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম এবং ভারতের বিপক্ষে ৬ষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়েছেন কুইন্টন ডি কক (আইসিসি/ টুইটার)[/caption]
এর আগে রবিবার টসে হেরে ব্যাটিং নেমে কুইন্টন ডি ককের ১৭তম ওয়ানডে সেঞ্চুরি এবং ইনফর্ম রাসি ভ্যান ডার ডাসেনের আরও একটি ফিফটি ভর করে বড় পুঁজি পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা।
যেখানে ১৩০ বল মোকাবিলায় ১২৪ রানের দূর্দান্ত ইনিংস খেলেছেন কুইন্টন ডি কক, যেখানে ১২ চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকিয়েছেন প্রোটিয়া কিপার ব্যাটার। আর ৪ চার আর ১ ছক্কায় ৫৯ বলে ৫২ রান করে ভ্যান ডার ডাসেন। এছাড়া মিলার ৩৯, প্রিটোরিয়াস ২০ রান করেছিলেন।
ম্যাচ সেরা আর সিরিজ সেরার দুই পুরষ্কারই জিতেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
[caption id="attachment_63501" align="alignnone" width="1024"] কুইন্টন ডি কক (ছবিঃ টুইটার)[/caption]
সংক্ষিপ্ত স্কোরঃ (টস-ভারত)
দক্ষিণ আফ্রিকা: ২৮৭/১০ (৪৯.৫ ওভার)
ডি কক ১২৪, ভ্যান ডার ডুসেন ৫২, মিলার ৩৯; প্রসিধ ৩/৫৯, বুমরাহ ২/৫২, চাহার ২/৫৩
ভারত : ২৮৩/১০ (৪৯.২ ওভার);কোহলি ৬৫, ধাওয়ান ৬১, চাহার ৫৪
ফেহলুকায়ো ৩/৪০, লুঙ্গি ৩/৫৮
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক
প্লেয়ার অব দ্য সিরিজ: কুইন্টন ডি কক
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.