বুধবার রাতে ওটিস গিবসনকে সহকারী কোচ এবং বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতান্স। এরপর থেকেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল বাংলাদেশ দলের পেস বোলিং কোচের চাকরি ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক পেসার। বৃহস্পতিবার সেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনিস।
বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং কোচের চাকরি ছেড়েছেন ওটিস গিবসন, চুক্তি নবায়ন করছেন না তিনি। অন্যদিকে প্রধান কোচের বিকল্প না থাকায়, আপাতত সেই দায়িত্বে বহাল থাকছেন রাসেল ডোমিঙ্গই, জানিয়েছেন জালাল ইউনিস।
বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনিস বলেন,
‘হ্যাঁ, ওর (ওটিস গিবসন) চুক্তি জানুয়ারিতে শেষ। ও বলেছে আমাদের সাথে চুক্তি নবায়ন করবে না, নতুন চাকরি নিবে। আমাদের নতুন বোলিং কোচের সন্ধানে নামতে হবে। ইতোমধ্যে মাথায় আছে, চেষ্টা করছি। দেখা যাক পাই কি না।"
[caption id="attachment_62326" align="aligncenter" width="938"] জালাল ইউনুস (ছবিঃ ইন্টারনেট)[/caption]
আর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, "আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। হেড কোচ কিন্তু এখন হাতে নেই… কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই কন্টিনিউ করছি।"
তবে কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনার ইঙ্গিত ঠিকই দিয়েছন বিসিবির বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তিনি বলেন,
"এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল এখন, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে… এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে… আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।"
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.