সোমবার রাতে আফ্রিকান কাপ অব নেশন্সে (অ্যাফকন) মর্মান্তিক এক দুর্ঘটনায় ঘটেছে। মাঠের খেলায় মহাদেশ সেরা হওয়ার লড়াইয়ে শেষ ষোলোয় কমোরোসকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আয়োজক ক্যামেরুন। স্বাগতিকদের এই জয় বেশ সুখকর হয়নি। ম্যাচ শুরু হওয়ার আগেই ক্যামেরুনে স্টোডিয়ামের বাহিরে পদদলিত হয়ে আটজন নিহত হয়। বার্তা সংস্থা রয়টার্স এমনটা জানায়।
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের ওলেম্বে স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। করোনা ভাইরাসের কারণে মোট ধারণক্ষমতা ৮০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু স্বাগতিক দলের খেলা হওয়ায় স্টেডিয়ামের বাইরে প্রচন্ড ভিড় হয়। ৫০ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে এমন দুর্ঘটনার শিকার হয়।
https://twitter.com/CharlesAyitey_/status/1485740076986507266?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485740076986507266%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fdailysportsbd.com%2F2022%2F01%2FE0A686E0A6ABE0A78DE0A6B0E0A6BFE0A695E0A6BEE0A6A8-E0A695E0A6BEE0A6AA-E0A685E0A6AC-E0A6A8E0A787E0A6B6E0A6A8E0A78DE0A6B8E0A787-E0A6B8%2F
এই ঘটনার পর ফুটবল বিশ্বে শোক নেমে আসে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। বাফুফে থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "ক্যামেরনের রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়ামে গত ২৪-০১-২০২২ তারিখ রাতে আফ্রিকা নেশন্স কাপের খেলা উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের মধ্যে ধস্তাধস্তি ও পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়।"
"ক্যামেরুনে ফুটবল দর্শকদের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগসহ সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের কর্মকর্তা কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।"
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.