কাতার বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে। পিএসজির অনুরোধে দলে নেই সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। অজেয় আর্জেন্টিনার জয়ের জন্য তাতেও সমস্যা হয়নি। মেসি ছাড়াই গেল দশকে টানা দুবার কোপা আমেরিকার ফাইনাল হারা চিলিকে তাদের মাঠেই হারিয়ে এসেছে লিওনেল স্কালোনির দল।
আজ (শুক্রবার) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোল দুটি করেছেন আনহেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ। চিলির গোলটি করেছেন বেন ব্রেটন দিয়াজ। এই নিয়ে সবধরনের প্রতিযোগিতায় সবশেষ ২৮ ম্যাচই অপরাজিত আকাশী-নীলরা।
[caption id="attachment_64055" align="aligncenter" width="1280"] ছবিঃ টুইটার[/caption]
প্রতিপক্ষের মাঠে এদিন জয় পেলেও ছন্নছাড়া ছিল আর্জেন্টিনা। গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে তাদের চেয়ে এগিয়ে ছিল চিলি। পুরো ম্যাচে ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছিল স্বাগতিকরা। আর্জেন্টিনা যেখানে গোলমুখে ৭ শটের ৫টি লক্ষ্যে রাখে, সেখানে চিলি ১৩ শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি।
চিলির মাঠে আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের নবম মিনিটে ২২ গজ দূর থেকে দৃষ্টিনন্দন গোলটি করেম আনহেল ডি মারিয়া। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্কালোনি শিষ্যরা। ১১ মিনিট পরই সমতায় ফিরে চিলি।
২০তম মিনিটে ডান দিক থেকে মার্সেলিনো নুনেসের ক্রসে ছয় গজ বক্সের বাঁ থেকে ভাসিয়ে দেওয়া চমৎকার কোণাকুণি হেডে সমতায় ফেরান ব্রেটন। ৩৪তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। প্লেসিং শটে আগেই পড়ে যাওয়া গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলান ফরোয়ার্ড। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-১ গোলে
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দুদলই। তবে কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বেশকিছু সুযোগ পেয়েছিল চিলি। তবে, আকাশী-নীল দলের গোলরক্ষক এম মার্টিনেজের দক্ষতায় বেঁচে যায় সফরকারীরা। বাকি সময় আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই বাড়ি ফিরে আর্জেন্টিনা। এই হারে চিলির বিশ্বকাপ খেলার পথ আরও কঠিন হয়ে গেল।
[caption id="attachment_64056" align="aligncenter" width="1280"] ছবিঃটুইটার[/caption]
আগের ম্যাচেই ইকুয়েডরের মাঠে গিয়ে ড্র করেছে ব্রাজিল। ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩২। ১৫ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে একুয়েডর। প্যারাগুয়ের মাঠে লুইস সুয়ারেজের একমাত্র গোলে জয়ী উরুগুয়ে সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চিলি আছে সাতে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.