শুরুটা হয়েছিল ফরাসি ওপেনে। ২০১৯ সালে রোঁলা গ্যাঁরোয় চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভাকে হারিয়ে প্রথমবার মেয়েদের এককে প্রথমবার গ্রান্ডস্ল্যাম শিরোপা জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান অ্যাশলি বার্টি।
২৫ বছর বয়সী এই তারকার নিজের সাফল্যের মুকুটে আরও পালক এনে দিয়েছিল উইম্বলডন। গেল বছর কারোলিনা প্লিসকোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রায় ৪৪ বছরের আক্ষেপ ঘুচান মেয়েদের এই শীর্ষ বাছাই।
[caption id="attachment_64222" align="aligncenter" width="1020"] ছবিঃ ইন্টারনেট[/caption]
এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার চার দশকের আরও একটি আক্ষেপ ঘুচালেন অ্যাশলি বার্টি। ৪৪ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠে প্রথমবারেই বাজিমাত করলেন মেয়েদের র্যাঙ্কিংয়ের সেরা এই তারকা। নিজের দেশের মাঠে সরাসরি সেটে অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে স্বাগতিক দেশে হয়ে শিরোপা জিতেছে ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।
আজ (শনিবার) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় মেয়েদের এককের ফাইনালে আমেরিকান তারকা ড্যানিয়েল কলিন্সকে ৬-৩, ৭-৬ (৭-২) সেটে হারিয়ে শিরোপা জিতেছেন অ্যাশলি বার্টি।
এ নিয়ে মেয়েদের গ্রান্ডস্ল্যাম এককে তিনবার ফাইনাল খেলে প্রত্যেকবারই জিতলেন অস্ট্রেলিয়ান তারকা। ১৯৭৮ সালের ট্রফিজয়ী ক্রিস্টিন ও’নিলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলে কিংবা মেয়েদের এককে শিরোপা জিতলেন বার্টি।
ফাইনালে রড লেভার অ্যারেনায় প্রথম সেটে প্রতিপক্ষে ভুলের সুযোগে এগিয়ে যান অ্যাশলি বার্টি। পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর আভাস দেন কলিন্স। কিন্তু লড়াই জমিয়েও পারলেন না এই আমেরিকান। মূলত, ছন্দে থাকা বার্টি-ই সেটা হতে দিলেন না।
[caption id="attachment_64223" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
শেষের সেট টাইব্রেকার ম্যাচ গড়ালে সেখান দাপট দেখান মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষ বাছাই। টাইব্রেকারে সরাসরি সেটে জয় নিয়ে প্রথমবারে মতো অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা উঁচিয়ে ধরেন বার্টি। দারুণ ছন্দে থাকা এই অস্ট্রেলিয়ান তারকা এবারের আসরে কোনো সেট না হেরেই চ্যাম্পিয়ন হয়েছেন।
আগামীকাল অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককের ফাইনাল অনুষ্ঠিত হবে। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে লড়াই করবেন কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল ও দানিল মেদভেদেভ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.