রানী হামিদ, শারমিনদের হারিয়ে দাবার নতুন রাণী জান্নাতুল ফেরদৌস
নিউজ ডেস্ক
৮ জানুয়ারী ২০২২, দুপুর ৩:৫২ সময়
জান্নাতুল ফেরদৌস।
মাত্র ১৭ বছর বয়সে জাতীয় মহিলা দাবার মুকুট নিজের করে নিয়েছেন জান্নাতুল ফেরদৌস। শিরোপা জেতার দৌড়ে জান্নাতুল পিছনে ফেলেছেন রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদসহ শারমিন সুলতানা শিরিন, ওয়ালিজা আহমেদের মত দাবাড়ুদের। সব মিলিয়ে ষষ্ঠবার অংশ নিয়ে প্রথমবারের মত সেরার মুকুট জিতলেন জান্নাতুল।
বাংলাদেশ দাবা ফেডারেশনে শনিবার একাদশ রাউন্ডে মহিলা ফিদে মাস্টার নাজরানা খানের সঙ্গে ড্র করেন জান্নাতুল। সব মিলিয়ে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হয়েছেন এই মহিলা ক্যান্ডিডেট মাস্টার। সাড়ে ৮ করে পয়েন্ট পেয়েছেন আরও তিন জন। টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দ্বিতীয়, মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন তৃতীয় ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান চতুর্থ হয়েছেন। জাতীয় মহিলা দাবার রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ছয় ম্যাচে জিতেছেন জান্নাতুল, ড্র করেছেন বাকি পাঁচ ম্যাচে। টানা চার জয় পাওয়ায় শিরোপার জয়ের আত্মবিশ্বাস জন্মেছিল বলে জানান এই তরুণী। নিজেকে আগামী দিনে সেরাদের কাতারে দেখতে চাওয়ার কথাও জানালেন তিনি। শিরোপা নিশ্চিতের পর জান্নাতুল আরও বলেন, “টুর্নামেন্ট শুরুর আগে আসলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অতটা ভাবিনি। তবে যখন ভালো করছিলাম, তখন একটা সম্ভাবনা তো তৈরি হয়। নবম রাউন্ডে জয়ের পর মনে হচ্ছিল আমি পারব।”
জান্নাতুলের লক্ষ্য দেশের দাবাড়ুদের মধ্যে শীর্ষস্থানে থাকা। সে লক্ষ্যেই নিজেকে এগিয়ে নিতে চান তিনি। “আমার লক্ষ্য মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া নয়। ছেলেদের সঙ্গে উন্মুক্ত বিভাগে খেলে গ্র্যান্ডমাস্টার হওয়া। দেশের মধ্যে নিজেকে সবার উপরে দেখতে চাই আমি।”
২০১৯ সালে সর্বশেষ এই আসর হয়েছিল। এরপর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালে এই প্রতিযোগীতা হয়নি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.