পরিবারের কাছে আমি ‘ব্যাটম্যান’, অচেনাদের কাছে ‘জোকার’: নেইমার
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২২, বিকাল ৬:১০ সময়
ছবিঃ ইন্টারনেট
নেইমারকে নিয়ে ফুটবলবিশ্বে ভক্ত ও সমর্থকদের আগ্রহের কোন কমতি নেই। নানা উত্থান-পতনের মিশেলে বেশ নাটকীয়তায় ভরপুর এক জীবন পিএসজির এই তারকা ফরোয়ার্ডের। আর সেই জীবনের অজানা অনেক কথাই প্রকাশ্যে এনেছে নেটফ্লিক্স।
গতকাল (২৫ ফেব্রুয়ারী) অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমারের আত্মজীবনীমূলক তথ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’। তিন পর্বের এই তথ্যচিত্রের প্রতিটি পর্বের স্থায়িত্ব এক ঘণ্টার মতো।
[caption id="attachment_63931" align="aligncenter" width="2560"] ছবিঃ ইন্টারনেট[/caption]
পুরো তথ্যচিত্রে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল নেইমারের উথান-পতন। ব্রাজিলিয়ান তারকার ছেলেবেলা থেকে তারকা হয়ে ওঠা আর ব্যক্তি জীবনের নানা বাঁকের গল্প। ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া ফুটবল বিশ্বকাপে চোটে মাঝ পথে ছিটকে গিয়েছিলেন, ছিল সেই হতাশার গল্পও। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার আক্ষেপও ছিল।
তিনপর্বের এই তথ্যচিত্রে প্রিয় সতীর্থদের মুখেও শোনা গেছে মাঠের নেইমার ও মাঠের বাইরের নেইমারের অজানা হরেক কাহিনী। যেখানে নেইমার সম্পর্কে বন্ধু মেসি, এমবাপ্পে, লুইস সুয়ারেজ, ডেভিড বেকহ্যাম ও ডি মারিয়ার মতো বড় তারকারাও কথা বলেছেন।
নেইমারের বন্ধু ও পরিবার যাই বলুক, পুরো তথ্যচিত্রে ব্রাজিলিয়ান তারকা জীবন এবং তাকে ঘিরে চলতে থাকা সব সমালোচনা ও নেতিবাচক মনোভাবের ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে নিজেকে চেনানোর জন্য পিএসজি ফরোয়ার্ড দ্য ডার্ক নাইটের বিখ্যাত দুই চরিত্র জোকার ও ব্যাটম্যানের উদাহরণ টেনেছেন। নেইমার বলেন,
“আমার পরিবার আর কাছের মানুষের কাছে আমি ব্যাটম্যান। তবে আপনি যদি আমাকে না চেনেন, তাহলে আপনার কাছে আমি জোকার!”
https://twitter.com/netflix/status/1470772815909597194?s=19
মাঠে পারফরম্যান্স নিয়ে যতটা না সমালোচিত হন, নেইমারের মাঠে বাহিরের আচরণ নিয়ে তারচেয়েও বেশি সমালোচনা হয়। এতো কদিন আগেও চোট পায়ে নিয়ে প্যারিসের রেস্তোরাঁয় পার্টি করে পিএসজির সাবেক এক ফুটবলারের কাছেও তুলোধুনা হতে হয়েছে। বাহিরের এমন অগোছালো জীবন নিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন,
“আমি স্বচ্ছ থাকতেই পছন্দ করি। ওরা যদি বলে যে 'নেইমার শুধু পার্টিই করতে চায়' কিংবা অন্য যা-ই বলুক, আমার তাতে কিছু যায় আসে না। জীবনটা আমার, এখানে আমি যা ইচ্ছা তা-ই করবো।"
“সমালোচনায় কান দেওয়ার মানে হয় না। আমার যতটা সমালোচনা প্রাপ্য, তার চেয়েও অনেক বেশি সমালোচনা করে ওরা। এটা মেনে নেওয়া কঠিন।”
[caption id="attachment_63932" align="aligncenter" width="960"] ছবিঃ ইন্টারনেট[/caption]
তবে, নিন্দুকরা যাই বলুক নেইমার এসব নিয়ে ভাবেন না। কাউকে পরোয়াও করেন না। নিজে কি করছেন সবই তাঁ জানা আছে বলে জানান তিনি। তথ্যচিত্রে নেইমার বলেন,
“অন্য কেউ আমার ব্যাপারে কী ভাবলো তা নিয়ে আমার পরোয়া নেই। আমি জানি আমি কী করছি, কীভাবে খেলছি সেটাও আমি জানি।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.