আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২১-২২ মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবল। উদ্বোধনী দিনে দেশের ফুটবলে নতুন এক ইতিহাস রচিত হতে যাচ্ছে। বাংলাদেশের প্রথম কোনও ক্লাব হিসেবে নিজেদের হোম ভেন্যুতে খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা আর কখনো ঘটেনি। উদ্বোধনী দিনে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের বসুন্ধরা কিংস এরেনাতে মুখোমুখি হবে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রিমিয়ার লিগে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ।
পেশাদার লিগ কমিটির শেষ বৈঠকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়। যদিও ম্যাচ আয়োজনের জন্য এই মাঠে আরো কিছু সংস্কার কাজ প্রয়োজন ছিল। যে কারণে বসুন্ধরা কিংসকে সময় বেধে দিয়েছিল পেশাদার লিগ কমিটি।
[caption id="attachment_63877" align="aligncenter" width="2560"] চলছে গ্যালারি নির্মাণের কাজ।[/caption]
মঙ্গলবার বাফুফের ছয় সদস্য বিশিষ্ট একটি দল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শনে আসেন। ভেন্যু পরিদর্শন শেষে বাফুদের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস বলেন, "সবকিছু মিলিয়ে আমরা সন্তুষ্ট। মাঠ সুন্দর ও সুপরিকল্পিত। কিছু ছোটখাটো পর্যবেক্ষণ ছিল যেগুলো আমরা শীঘ্রই সমাধান করতে বলেছি। আশা করছি, লিগের আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।"
তিনি আরও বলেছেন, "আমরা ফেডারেশনে প্রতিবেদন জমা দেব। আমি মনে করি আগামী রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আশা করছি, ভেন্যুটি আগামী ৩ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন করা হবে।"
[caption id="attachment_63878" align="aligncenter" width="2560"] উদ্বোধনের অপেক্ষায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।[/caption]
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের কাজ পুরোপুরি শেষ না হলেও আপাতত প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের জন্য যা যা দরকার তার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। পুরোপুরি কাজ শেষ হলে এই ভেন্যুটি অন্যতম একটি আন্তর্জাতিক ভেন্যুতে রুপ নিবে। যেখানে থাকবে উন্নত ড্রেসিং রুম, প্রেস বক্স, ডাগআউট, ফ্লাড লাইট সহ প্রায় ১৪ হাজার সমর্থক ধারণক্ষমতার গ্যালারি।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ছাড়াও এবারের প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে আরও ছয়টি ভেন্যুতে। সেগুলো হলো-
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সিগঞ্জ, সিলেট জেলা স্টেডিয়াম, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ এবং আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, টঙ্গী
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.