ক্লাব ফুটবলের ব্যস্ততা পেছনে ফেলে আবারও শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। যেখানে কাতার বিশ্বকাপ বাছাইয়ের জোড়া ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো।
লাতিনের অন্য সব দলের মতোই এবার মাঠে নামবে ফুটবল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। দুইটি করে ম্যাচে মাঠে নামবে তারা। এবারের আন্তর্জাতিক বিরতিতে বাছাইয়ের দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর এবং প্যারাগুয়ে; অপরদিকে আর্জেন্টিনার সামনে চিলি ও কলম্বিয়া।
https://twitter.com/CBF_Futebol/status/1486678833352908805?t=9zzwKa18vfhq1Zh5nD8Zzg&s=19
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ১৪তম ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে ছাড়া মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। ইকুয়েডরে মাঠে বাংলাদেশ সময় রাত তিনটায় ম্যাচটি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের খেলা শেষ হওয়ার পরই মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়া চিলি মাঠে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
নতুন বছরে প্রথমবার ব্রাজিল-আর্জেন্টিনা নিজেদের ম্যাচে মাঠে নামলেও উপমহাদেশের ফুটবল ভক্তদের তা টিভিতে দেখার সুযোগ নেই। গেল জুন-জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকা ভারতীয় টিভি চ্যানেল সনি স্পোর্টস সরাসরি লাইভ দেখালেও বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকার কোন ম্যাচ দেখাচ্ছে না চ্যানেলটি।
ভারতীয় অন্য কোন চ্যানেলও বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচ দেখানোর রাইট কিনেনি।
https://twitter.com/Argentina/status/1486700529661067265?t=4zOjXPaTqzPse6NPfJJCDA&s=19
তাই, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখতে হলে সমর্থকদের নির্ভর করতে হবে অনলাইন লিংকের উপর। তাছাড়া, যুক্তরাজ্যভিত্তিক খেলাধুলা সরাসরি সম্প্রচার করা প্লাটফর্ম হেসগোল (Hesgoal) ভিপিএন ব্যবহার করে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবে।
গুগোলে খেলাধুলা সরাসরি সম্প্রচার করা টোটালস্পোর্টেকে (Totalsportek) বিভিন্ন লিংকের মাধ্যমেও সুপার ক্ল্যাসিকো দেখার সুযোগ পাবে ফুটবল সমর্থকরা। তবে, কাতারভিত্তিক খেলাধুলার চ্যানেল বিন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.